বয়স বাড়লেও এখনও চির যৌবন বজায় রয়েছে অনিল কাপুরের। দিনে দিনে যেন বয়স কমছে অভিনেতার। বলে বলে এখনও তরুণ অভিনেতাদের গোল দিতে পারেন তিনি। কিন্তু কিভাবে এই পেশায় এলেন তিনি? প্রকাশ্যে এল সেই পুরোনো দিনের কাহিনী।
১৭ কিংবা ১৮ বছর বয়স তখন অভিনেতার সেই সময় থেকেই কাজের খোঁজ শুরু করেন তিনি। হঠাৎ অনিল কাপুরের বাবার হার্টে একটি সমস্যা দেখা দেয়। সেই সময় থেকেই শুরু হয় লড়াই। একটি ছবির প্রমোশনে এসে নিজের পেশাদারী জীবনের লড়াই নিয়ে মুখ খোলেন তিনি।
অভিনেতা বলেন, স্পট বয় হিসেবে কাজ শুরু করেন তিনি। বিমানবন্দর থেকে সেলেবদের তুলতেন, সেখান থেকে তাঁদের নির্দিষ্ট লোকেশনে পৌঁছে দিতেন, তাঁদের খাবারের ব্যবস্থা করা, দেখে শুনে রাখা, সবটাই করতে হত তাঁকে।
অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া শুরু করেন। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন। ধীরে ধীরে বলিউডে অন্যতম স্টার হয়ে উঠলেন তিনি। নিজের চেষ্টায় সিনেমাও তৈরি করেন। শুরু টা এইভাবেই করেছিলেন তিনি। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
এদিকে, ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকাই চিরযৌবন ধরে রাখার মূল মন্ত্র। এমনটাই জানিয়েছেন তাঁর কন্যা সোনম। তাঁর কথায়, কোনওদিন কোনও খামতি রাখেন না তিনি। প্রতিদিন নিয়ম করে, ঘড়ি ঘরে যোগা থেকে আসন করে থাকেন তিনি।
সোনম বলেন, ডায়েটে কোনওদিন কোনও খামতি রাখেন না তিনি। অভিনেতার রোজের রুটিনে চিট ডায়েটের কোনও জায়গা নেই। তিনি জানিয়েছিলেন, তাঁর কাছে ফিটনেসের রহস্যই হল ভিতর থেকে ভাল থাকা।বাইরের খাবার, তেল এসব থেকে নিজেকে সরিয়ে এনেছেন বহুদিন হল।
গত ১৫ বছর ধরে যেন তাঁর বয়স এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। বয়স হল ৬৬, কিন্তু তাঁকে দেখে এক কথায় চেনা দায়। তিনি যেন বয়স ধরে রাখার ম্যাজিক ম্যান।