আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। কিন্তু তিনি কি আদৌ পারফেক্ট বাবা? অবশ্যই উত্তর টা হ্যা। কারণ মেয়ের সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবার বিশেষ পদক্ষেপ নিলেন তিনি।
একটি পডকাস্টে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমির খান জানান, মেয়ের সঙ্গে সম্পর্ক মজবুত করতে যৌথ ভাবে মনোবিদের পরামর্শ নিচ্ছেন তিনি। তাঁদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই কাজ করছেন তিনি। তাঁর কথায়, আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।
আমির খানের মেয়ে ইরা বলেন, এই থেরাপির মাধ্যমে তাঁদের মধ্যেকার সমস্যা অনেকটাই কেটে গেছে। এটি শুধু আমাদের সম্পর্কের উন্নতি ঘটাচ্ছে না, একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়া বাড়ছে ধীরে ধীরে।
প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। রিনা ও আমিরের ১৯৮৬ সালে বিয়ে হয়। ১৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের দুই সন্তান ইরা ও জুনেইদ। রিনার পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ ও আমিরের সন্তান আজাদ৷ সেই সম্পর্কেও তাঁরা ইতি টানেন ২০২১ সালে। যদিও উভয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ রয়েছে আমিরের।