গসিপ

অনির্বাণ-মধুরিমার বাড়ছে দূরত্ব? তবে কি ফের বিচ্ছেদের সুর টলিউডে? জোর চর্চা অন্দরমহলে

অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরিমা গোস্বামী দুজনেই অভিনয় জগতের পরিচিত নাম। একজন সিনেমা জগতের অপরজন নাট্য জগতের। এই দুজনেই হঠাৎ করে ২০২০ সালের নভেম্বর মাসে গাঁটছড়া বাঁধেন। সবই ঠিক চলছিল কিন্তু হঠাৎ করেই শোনা যাচ্ছে তাদের মধ্যে ক্রমশই দূরত্ব বাড়ছে। তবে এই নিয়ে শিলমোহর কোনো পক্ষই।

মধুরিমার সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। খুব ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে ঘরোয়াভাবে বিয়ে হয় তাঁদের। তবে সেটা আইনি বিয়ে। নাট্য দুনিয়ায় আলাপ মধুরিমা গোস্বামীর সঙ্গে।

তবে এবার শোনা যাচ্ছে, দু’জনের দূরত্বের কথা অনেকেই এখন জানেন বা অনুভব করছেন। তবে দূরত্ব তৈরি হওয়া মানেই যে সম্পর্ক শেষ হচ্ছে এমনটা নয়। যেহেতু তাঁরা নিজেরা এখনো কিছু বলেননি তাই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছােনোও ঠিক নয়।

তবে লক্ষণীয় বিষয় একটি যে, অনির্বাণ বা মধুরিমা দুজনের সোশ্যাল মিডিয়াতেই বিয়ের পর থেকেই কোনও ছবি নেই। এছাড়াও অনির্বাণের ছবির কোনও অনুষ্ঠানেই স্ত্রী মধুরিমাকে দেখা যেত না। তাঁদের একসঙ্গে তেমন কোনও অনুষ্ঠানেও দেখা যায় নি। তাই সব মিলিয়েই এই জল্পনা আরও জোড়ালো হচ্ছে।

Back to top button