ভামিকা আসার পরেই বদলেছে জীবন! নতুন অভ্যাসে পজিটিভ হয়েছেন অভিনেত্রী

Avatar

Published on:

ভামিকা আসার পরেই বদলেছে জীবন! নতুন অভ্যাসে পজিটিভ হয়েছেন অভিনেত্রী

সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট এবং অনুষ্কা যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন। এবার জানালেন মেয়ের জন্যই তাঁর জীবনে বড় পরিবর্তন এসেছে।

বহু দিন বাদে দেশে ফিরেছেন নায়িকা। বিমান বন্দরে ফটো শিকারীদের কাছে ফ্রেমবন্দি হন তিনি। কাজের থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন অনুষ্কা। নিজের বর্তমান সময় সম্পর্কে তিনি জানান, “বেশিরভাগ সময় আমি আর আমার মেয়েই একসঙ্গে থাকি। ও বিকেল সাড়ে ৫টার সময় রাতের খাবার সেরে নেয়। সেই অনুযায়ী আমারও অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব অসুবিধা হত। তবে এখন মনে হয় এই অভ্যাস জীবনকে আরও পজিটিভ করে তুলেছে। ঘুম ভাল হয়। শরীর সুস্থ থাকে। নিজেকে অনেক বেশি তরতাজা লাগে। আর হাতে অনেকটা বেশি সময় পাওয়া যায়”।

   
 ⁠

বর্তমানে কন্যার সঙ্গে বিভিন্ন একটিভিটির মাধ্যমে সময় কাটাচ্ছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছবি দিয়েছেন অনুষ্কা। সেখানে দেখা যাচ্ছে, একটি ব্ল্যাকবোর্ডে দুটো ভাগ করে দুই ভাগে হিন্দিতে লেখা অনুষ্কা এবং ভামিকা। অনুষ্কা যেখানে লেখা ওখানে অভিনেত্রী ফুল এঁকেছেন। আর ভামিকাও মায়ের দেখাদেখি ফুল আঁকার চেষ্টা করেছে খুদে হাতে।

কিছুদিন আগে ফাদার্স ডেতে হাতে এঁকে বিরাটকে ছবি উপহার দিয়েছিল ভামিকা। সেটার ছবিও অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। ছোট থেকেই সন্তানদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এই তারকা দম্পতি।

ইতিমধ্যেই তিন বছর পার করেছে ভামিকা। প্লে স্কুলের পাঠ শেষ হয়েছে তার। এবার নার্সারিতে ভর্তি হওয়ার পালা। জানা গিয়েছে, ধীরুভাই আম্বানি স্কুলেই ভর্তি হবে ভামিকা। এই স্কুলে পড়াশোনা করে শাহরুখ পুত্র আব্রাম, আমিরের ছেলে আজাদ, ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যা, করিনা কাপুরের পুত্র তৈমুর সকলেই পড়ে। এবার এই তালিকায় যোগ হচ্ছে বিরুষ্কা কন্যার নাম।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।