বিগ বসে গিয়ে প্রশ্নের মুখে পড়েছিল অঙ্কিতা ভিকির সম্পর্ক। বিগ বসে এসেই মূলত অবনতি হয়েছে তাঁদের রসায়নের। ভুল বোঝাবুঝি, কটূকথা, একে অপরকে অপমান, কিছুই বাদ দেননি দম্পতি। সুশান্তকে নিয়েও মুখ খুলেছেন ভিকি। খেলার শেষ পর্যায়ে এসে স্ত্রীর কাছে সর্ব সমক্ষে ক্ষমাও চেয়েছেন তিনি।
এই মুহূর্তে নতুন এক রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে তাঁদের। এখানেও জুটিতে হাজির হয়েছেন তাঁরা। এ বারও শোয়ের মাঝে স্বামীর গালে চড় বসালেন অঙ্কিতা। এই নিয়েই হুলুস্থুল। অনেকেই ভিডিও দেখে সমালোচনা করেছেন।
প্রেম-ভালবাসা নিয়ে বলতে গিয়ে ভিকি বলেন, “এই ভালবাসাটা আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে”। এই কথা শুনে অঙ্কিতা পাল্টা বলেন, “যা তুই এখান থেকে। ভালবাসা চাপানো হয়েছে যখন থাকতে হবে না”। এরপরেই ভিকিকে সে জুতো ছুড়ে মারে। এমনকি একটা চড়ও মেরে বসে।
বিগ বস হাউসে স্বামী ভিকি জৈনর সঙ্গে খালি অশান্তি লাগছিল তাঁর। বিবাহ বিচ্ছেদের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিলেন অভিনেত্রী। আবার দেখা গেছে ভিকি হাত তুলছেন অঙ্কিতার গায়ে। কিন্তু ভিকি জৈনের মা জানিয়েছেন অঙ্কিতাকে নাকি তাঁদের পছন্দই ছিল না।