আমাদের মিষ্টি মেয়ে, পরিবারে স্বাগতম! মা হওয়ার খুশি ভাগ করে নিলেন অঙ্কিতা লোখান্ডে

Avatar

Published on:

আমাদের মিষ্টি মেয়ে, পরিবারে স্বাগতম! মা হওয়ার খুশি ভাগ করে নিলেন অঙ্কিতা লোখান্ডে

একতা কাপুরের সিরিয়াল পবিত্র রিস্তার হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা লোখাণ্ডে এবং সুশান্ত সিং রাজপুত। মধ্যবিত্তের ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিল এই মেগা ধারাবাহিক। আর সেখান থেকেই সম্পর্কের শুরু হয়েছিল সুশান্ত ও অঙ্কিতার। কিন্তু সাত বছর পর হঠাৎই ছন্দ পতন হয়েছিল। ভেঙে গিয়েছিল সম্পর্ক। এরপর দুই বছরের প্রেমের সম্পর্কের পর ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেন।

এবার মা হওয়ার সুখবর দিলেন তিনি। পরিবারে নতুন অতিথি আসার কথা জানালেন। জানালেন কন্যা সন্তান আসার কথা। ইনস্টাগ্রামে ছবি দিয়ে তিনি লিখেছেন, “পরিবারে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা ইতিমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছে! তোমার চোখেমুখের মায়া এবং আলিঙ্গন আমাদের হৃদয় চুরি করেছে, আপনার ছোট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক”।

   
 ⁠

তাঁর আরও সংযোজন, “গর্বিত মা-বাবা হিসেবে নিজেদেরকেও অভিনন্দন জানাই। আমাদের জীবন হাসি, অফুরন্ত আনন্দে ভরে উঠুক, তোমার দুষ্টুমির কারণে, মৌ। এখনও অনেক অ্যাডভেঞ্চার এবং আরামদায়ক মুহূর্ত রয়েছে আমাদের নতুন ছোট্ট বাচ্চাটির সঙ্গে! মৌ, আমাদের মিষ্টি মেয়ে, তুমি ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছ”।

  
 ⁠

তবে এটি কোনও মনুষ্য সন্তান নয়। এটি একটি ছোট্ট বেড়াল ছানা। শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাজানো বাস্কেটে করে এক ব্যক্তি বেড়াল ছানাটিকে নিয়ে এসেছেন। পরম আদরে তাকে কোলে তুলে নিচ্ছেন অঙ্কিতা। সেই ছানা ঘরে এসেই কখনও সোফায় কখনও অঙ্কিতার কোলে খেলে বেড়াচ্ছে।