বিনোদন

ঘনঘন মুড সুইং অঙ্কিতার! বিগ বসের ঘরে হল অভিনেত্রীর প্রেগন্যান্সি টেস্ট, কী রেজাল্ট এল?

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর ফের ভিকি জৈনর সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা লোখাণ্ডে। সেই সম্পর্ক এগিয়েছে বিয়ে পর্যন্ত। দুজনের মধ্যে বনিবনা আছে ভালোই। সম্পর্ক ভালই এগোচ্ছিল। কিন্তু সম্প্রতি বিগবস হাউসে এসে অশান্তির শুরু হয়েছে এই দম্পতির মধ্যে। এরপরেই প্রশ্ন উঠছে তাহলে কি সম্পর্ক তলানিতে? এরমধ্যেই বিগ বস হাউসে রটে গেল হয়ত সন্তান সম্ভবা অভিনেত্রী।

সম্প্রতি বিগ বস হাউসে বিগ বসের নির্দেশে তাদের আলাদা থাকতে হচ্ছে। কিন্তু এতে অঙ্কিতার মন খারাপ হলেও বিগ বস দাবি করেছে ভিকি নাকি বেশ আনন্দেই রয়েছে। আর এর মধ্যেই অঙ্কিতাকে তার স্বামীর নামে নিন্দে করতে শোনা গিয়েছে। আবার তার স্বামীকে লাথি মারতেও দেখা গিয়েছে। এই অশান্তির মধ্যেই ভিকিকে সে জানায় তাঁর এই মাসে ঋতুস্রাব হয়নি।

এরপরেই বিগ বসের ঘরের অন্দরে রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই। তবে সত্যিই অঙ্কিতা অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য জানা যায়নি।

প্রসঙ্গত, বিগ বসের একটি এপিসোডে শোনা যাচ্ছে অঙ্কিতা তার স্বামীকে লাথি মেরে বলছেন, “দূরে যা। আমার সামনে থেকে চলে যা। আমার সঙ্গে একদম কথা বলতে আসবি না। তোর সঙ্গে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভুলে যা আমাদের বিয়ে হয়েছে। তুই একা খেলতে চাস, তুই একাই কর যা খুশি। তুই এরকমই চালাক ছিলি,আজীবন। তুই আমায় ব্যবহার করেছিস। দয়া করে চলে যা আমার জীবন থেকে”।

আবার অন্য এক প্রতিযোগী মুনওয়ারের কাছেও নিজের স্বামীর নামে নিন্দে করতে শোনা গিয়েছে তাঁকে। সেখানে অঙ্কিতা বলছেন, “ও উকুন, শুধুই বেদনাই দিয়ে যাবে। একদিন ওকে বের করে ছুড়ে ফেলে দেব”। কিন্তু হঠাৎ কেন তাদের সম্পর্কের মধ্যে এইরকম বিস্বাদ আসছে সেই নিয়ে ধন্ধে রয়েছেন অনুরাগীরা।

Back to top button