অঙ্কুশের ঝুলিতে মহানায়ক সম্মান! হাসির রোল সোশ্যাল মিডিয়ায়, চরম ট্রোলড অভিনেতা

মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর কেটে গিয়ে বহু বছর। ২৪ জুলাই ছিল তার মৃত্যু বার্ষিকী। এই দিনে একগুচ্ছ তারকাকে দেওয়া হল মহানায়ক পুরষ্কার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কার প্রাপকদের মধ্যেই ছিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনেতা পুরস্কার নেওয়ার এই ছবি পোস্ট করতেই শুরু কটাক্ষ। সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে হাসির রোল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার ছবি পোস্ট করেছেন অঙ্কুশ। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, “পুরস্কার অনুপ্রেরণা যোগায়। তাই গ্রহণ করলাম । প্রচুর পরিশ্রম বাকি নিজেকে এই পুরস্কারের যোগ্য করে তোলার জন্যে। আপাতত আমার মত একজন সামান্য “নায়ক” কে সরকারের তরফ থেকে এই “মহানায়ক” সম্মান টি দেওয়ার জন্য ধন্যবাদ। নজরের সামনে সাজিয়ে রেখে দেব যাতে রোজ চোখ পড়লেই নিজেকে বলি “ভাগ্যবান দয়া করে ভগবান বানিয়েছেন .. যোগ্যতা পরিশ্রম করে নিজে অর্জন করো”।
এই পোস্ট নজরে আসতেই কটাক্ষের ঝড় বইছে নেট দুনিয়ায়। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন নেতাগরিকরা। তাঁদের মতে, মহানায়ক সম্মান পাওয়ার জন্য অঙ্কুশ মোটেই পারফেক্ট চয়েজ নয়। কেউ কেউ প্রশ্ন তুলে লিখেছেন, “আমি খুব খুশি দাদা আপনি পুরস্কার পেয়েছেন। আপনার খুব বড় ফ্যান আমি। তবে এতগুলি হিট ছবি উপহার দেওয়ার পরও জিৎ দা এই পুরস্কারের যোগ্য নয়?” আবার কেউ বলছেন, এটাই বাকি ছিল’। নেটপাড়ার অপর এক সদস্যের মতে, ‘এই পুরস্কার না গ্রহণ করলে যে নিজের জীবনেই “গ্রহণ” লেগে যেত’।
অঙ্কুশ ছাড়াও যারা রাজ্য সরকারের তরফে আয়োজিত ‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে এই সম্মান পেয়েছেন তারা হলেন, কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সায়ন্তিকা ব্যানার্জি। অন্যদিকে, বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন হরনাথ চক্রবর্তী, অনির্বাণ বিশ্বাস, সোহিনী সরকার।