বিনোদন

কারণ ছাড়াই রোমান্টিক হয়ে পড়ি! অঙ্কুশের প্রেমে কড়া জবাব ঐন্দ্রিলার

টলিউডের এক মিষ্টি জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। এবার অঙ্কুশ দাবি করে করে বসল সাদা সিধে মন তার। তাই সরল মনে সে নিজেদের প্রেমের মুহূর্ত শেয়ার করলেন। আর তাতেই কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল ঐন্দ্রিলাকে।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের আইসল্যান্ডের ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, “মাঝে মাঝে কারণ ছাড়াই আমি একটু রোমান্টিক হয়ে পড়ি। বড্ড সরল আর নরম মন তো আমার”। এতেই ঐন্দ্রিলার কড়া জবাব, “আমি কিন্তু কিচ্ছু রান্না করতে পারবো না”।

ঘুরতে যেতে খুবই ভালোবাসেন এই জুটি। সময় পেলেই তাই ঘুরতে বেরিয়ে পড়েন তারা। ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেতা।প্রসঙ্গত, সম্প্রতি আইসল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সেখানে গিয়ে শাহরুখ খানের মত পোজ দিচ্ছিলেন নায়ক।

আইসল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করেছেন এই তারকা জুটি। দেখা যাচ্ছে ব্লু লেগুনের উষ্ণ জলে প্রিন্টেড বিকিনি পড়ে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন ঐন্দ্রিলা।

সেখান থেকে ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন, স্বপ্ন। সত্যিই যেন তাই। কনকনে ঠান্ডার মধ্যে ব্লু লেগুনের উষ্ণ জলে স্নান করার মজাটাই আলাদা। তবে অবশ্যই এর জন্য আগে থেকে বুকিং সেরে রাখতে হয়। আইসল্যান্ডের এই পাহাড় ঘেরা জায়গায় প্রতিদিন ৫০০ জন পর্যটক আসতে পারেন।

Back to top button