বিনোদন

বিজ্ঞানী হতে চেয়েছিলাম, রেজাল্ট পাশে থাকল না! অঙ্কুশের মন্তব্যে হাসির রোল নেট দুনিয়ায়

টলিউডের এক মিষ্টি জুটি অঙ্কুশ ঐন্দ্রিলা। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। ঘুরতে যেতে খুবই ভালোবাসেন এই জুটি। সময় পেলেই তাই ঘুরতে বেরিয়ে পড়েন তারা। ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি দিয়েছেন অভিনেতা। কিন্তু বিপত্তি বেধেছে অভিনেতার ক্যাপশনে। একেবারে হাসির রোল উঠেছে ক্যাপশন দেখে।

টুপি আর সোয়েটারে মুড়ে বরফাবৃত নদীর মধ্যে দিয়ে নৌকায় চলেছেন তিনি। এমন ছবিই সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, “আমি সব সময় বিজ্ঞানী হতে চেয়েছিলাম। আমার এই ইচ্ছেকে সবাই সমর্থন করলেও পরীক্ষার ফল বা রেজ়াল্ট আমার পাশে থাকল না।এতে আমার কোনও ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে পৃথিবীর”। তাঁর এই ক্যাপশন দেখেই কটাক্ষ শুরু করেছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, সম্প্রতি আইসল্যান্ড ঘুরতে গিয়েছিলেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। সেখানে গিয়ে শাহরুখ খানের মত পোজ দিচ্ছিলেন নায়ক। ভাঙা বিমানের ডানায় দাঁড়িয়ে শাহরুখের কায়দায় পোজও দিয়ে ফেললেন অঙ্কুশ।তখনই যত গন্ডগোল।

এক ভিডিও পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘দৃশ্য একরম আর বাস্তবটা অন্যরকম!’আসলে শুটিং স্পটে এতটাই ঠান্ডা যে কেঁপেই অস্থির নায়ক। তাই ঐন্দ্রিলাকেও হঠাৎই ভিডিও করতেও বারণ করলেন অঙ্কুশ।

আইসল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে ব্লু লেগুন থেকে ছবি শেয়ার করেছেন এই তারকা জুটি। দেখা যাচ্ছে ব্লু লেগুনের উষ্ণ জলে প্রিন্টেড বিকিনি পড়ে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন ঐন্দ্রিলা।

সেখান থেকে ছবি পোস্ট করে ঐন্দ্রিলা লিখেছেন, স্বপ্ন। সত্যিই যেন তাই। কনকনে ঠান্ডার মধ্যে ব্লু লেগুনের উষ্ণ জলে স্নান করার মজাটাই আলাদা। তবে অবশ্যই এর জন্য আগে থেকে বুকিং সেরে রাখতে হয়। আইসল্যান্ডের এই পাহাড় ঘেরা জায়গায় প্রতিদিন ৫০০ জন পর্যটক আসতে পারেন।

Back to top button