টিআরপিতে বড় ধস! মিঠাইয়ের পর শেষ হচ্ছে আরো এক মেগা সিরিয়াল

অবশেষে শেষ হচ্ছে মিঠাই। আজকেই এই সিরিয়ালের শেষ শুটিং। স্বাভাবিক ভাবেই মন খারাপ দর্শকদের। প্রায় আড়াই বছর ধরে চলা এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার খবরে অনেক দিন থেকেই মুষড়ে পড়েছেন দর্শকরা।
জানা গিয়েছে, মিঠাইয়ের স্লটে আসতে চলেছে অভিষেক বসু এবং দিব্যানি মণ্ডল অভিনীত ‘ফুলকি’। যদিও এই নতুন ধারাবাহিকের সময় এখনো ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে সন্ধ্যে ৬টার সময়েই দেখানো হতে পারে এই নতুন ধারাবাহিক।

তবে এদিকে মিঠাইয়ের পাশাপাশি শেষের পথে আরও এক ধারাবাহিক। টিআরপি রেটিং ভালো না থাকায় এই ধারাবাহিককেও শেষ করে দিতে চাইছে কর্তৃপক্ষ। যার জন্য টালিগঞ্জের মন খারাপ এখন।
জানা যাচ্ছে, মিঠাই শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ শেষ করবে ‘সোহাগ জল’।গত বছর নভেম্বর মাসের একদম শেষে পথ চলা শুরু হয়েছিল শুভ্র এবং জুঁইয়ের। শোনা যাচ্ছে জুন মাসেই নাকি শেষ শ্যুটিং হবে ‘সোহাগ জল’-এর।

এদিকে, প্রোমো প্রশংসা কুড়ালেও প্রাইম টাইমে সেভাবে দর্শক টানতে পারেনি এই ধারাবাহিক। তাই এবার নাকি এই ধারাবাহিকেও শেষ করতে চায় কর্তৃপক্ষ। তবে এই নিয়ে এখনও কোনও পাকাপাকি খবর নেই।