সিরিয়াল

টানটান প্লট গল্পে তাও অধরা TRP! বাধ্য হয়েই বন্ধ হচ্ছে স্টার জলসার এই জনপ্রিয় মেগা

শেষের পথে আরও এক জনপ্রিয় মেগা সিরিয়াল। মাত্র কয়েক মাস চলেই বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক। তার বদলে আসতে পারে নতুন ধারাবাহিক। এমনটাই জল্পনা চলছে টালিগঞ্জে।

স্টার জলসায় মাস কয়েক আগে শুরু হয়েছিল ‘কমলা এবং শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিক। সামাজিক কুসংস্কার, নারীদের প্রতি অন্যায় অত্যাচারের কাহিনীর প্রেক্ষাপটে শুরু হয়েছিল ছোট পর্দার এই গল্প। দর্শকদের মনে জায়গাও করে নিয়েছিল এই ধারাবাহিক। তবে টিআরপি তেমন ভালো ছিল না কোনও কালেই।

স্টার জলসা এবং জি বাংলা দুটো চ্যানেলই টিআরপি কম থাকলে সেই ধারাবাহিক বন্ধ করে দিতে বাধ্য হয় নির্মাতারা। তবে যদি কোনও ধারাবাহিকের টিআরপি কম থাকা সত্ত্বেও দর্শকদের পছন্দ হয় তাহলে সেক্ষেত্রে তার সময় পরিবর্তন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে ধারাবাহিকটি একদম নতুন হওয়ায় এত তাড়াতাড়ি টাইম লিপ নেওয়া সম্ভব না বলে জানিয়ে দিয়েছে প্রোডাকশন হাউজ।

টাইম লিপ করা সম্ভব হবে না বলেই কম টিআরপির কারণে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ বন্ধ হতে পারে। এই ধারাবাহিকের বদলে সন্ধে সাড়ে ছ’টায় আরেকটি নতুন ধারাবাহিক আসতে পারে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘লাভ বিয়ে আজকাল’, ‘জল থই থই ভালোবাসা’, ‘তোমাদের রানী’ শুরু হয়েছে। এরপর ‘তুমি আশেপাশে থাকলে’ বলে আরও একটি ধারাবাহিক আসতে চলেছে।

Back to top button