সারা বছরই ঘরে এদিক-ওদিক পিঁপড়ের সমস্যা। কোনও খাবার রাখলেই তাতে পিঁপড়ে ধরে যাচ্ছে। নানান ওষুধ দিয়েও কাজ হচ্ছে না। কিন্তু এই ঘরোয়া টোটকা ব্যবহার করলেই মুহূর্তেই হবে সমস্যার সমাধান। শুধু মেনে চলতে হবে কয়েকটা উপায়।
আমাদের সবার ঘরেই বেকিং সোডা এবং ভিনিগার থাকে। এই বেকিং সোডা এবং ভিনিগার হতে পারে পিঁপড়ের যম। বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে স্প্রে করে দিলে মুহূর্তেই পালাবে পিঁপড়ে।
এছাড়াও কোন খাবারের পাত্র জল ভর্তি পাত্রের মধ্যে বসিয়ে রাখুন দেখবেন সমস্ত পিঁপড়ে গিয়ে সেই জলের মধ্যে জমা হয়েছে। এর ফলে পিঁপড়ের সমস্যা মিটবে।
যে রাস্তা দিয়ে পিঁপড়ে চলাচল করছে সেখানে লক্ষণ রেখা চক দিয়ে দাগ কেটে রাখুন। দেখবেন আর পিঁপড়ে আসছে না। এছাড়াও কেরোসিন তেল দিয়ে ঘর মুছলে পিঁপড়ের সমস্যা দূর হয়।
পিঁপড়ে তাড়ানোর জন্য এসেনশিয়াল অয়েল কাজে আসতে পারে। তুলোতে করে বা একটু সুতির কাপড়ে ওই তেল লাগিয়ে যেখানে যেখানে পিঁপড়ে আছে সেখানে দিয়ে রাখুন। গন্ধে আর পিঁপড়ে আসবে না।