বাঘাযতীন নিয়ে উচ্ছ্বসিত অনুপম খের! প্রশংসায় ভরিয়ে কী বললেন দেবকে?

অনুপম খেরের প্রিয় অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন বলিউডের এই প্রবীণ অভিনেতা। একই সঙ্গে দেব কে বাঘা যতীন সিনেমার জন্য শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনুপম খের। আরে শুভেচ্ছা বার্তা পেয়ে পাল্টা আপ্লুত হয়ে ধন্যবাদ জানিয়েছেন দেবও।
কলকাতা বিমানবন্দরে দেবের সঙ্গে দেখা হয়েছিল অনুপম খেরের। তখনই একসঙ্গে ছবি তোলেন তারা। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অনুপম খের লেখেন, “কলকাতা বিমানবন্দরে দেখা হল আমার অন্যতম প্রিয় বাঙালি অভিনেতা দেবের সঙ্গে। বাঘা যতীন সিনেমার জন্য ওকে আর ওর টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা হিন্দিতেও মুক্তি পাবে”।
এই পোস্টটি শেয়ার করে পাল্টা দেব ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “অনেক অনেক ধন্যবাদ স্যার, যা বলেছিলাম, আপনার মতো এমন অমায়িক ব্যবহার করা তারকা এর আগে দেখিনি। এই উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। আশা করি খুব শিগগিরিই আবার দেব”।
প্রসঙ্গত স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবন সংগ্রাম অবলম্বনে মুক্তি পাচ্ছে বাঘাযতীন সিনেমা। আগামী ১৯ অক্টোবর বাংলা ভাষায় মুক্তি পাবে এই ছবি। এরপর ২০ অক্টোবর সারাদেশে হিন্দি ভাষায় মুক্তি পাবে ছবিটি।শোনা যায়, শুধুমাত্র একটি ছুরি নিয়ে তিনি একাই বাঘ মেরেছিলেন। সেই কারণেই তাঁকে বাঘা যতীন নামে ডাকা হত। এমন বিপ্লবীর চরিত্রকে নিয়েই তৈরি এই ছবি।