বিনোদন

ছবিতে থাকা একজন এখন বলিউডের বর্ষীয়ান অভিনেতা! চিনতে পারছেন কিনা দেখুন তো?

ছোট বেলার স্মৃতি সবসময়ই মধুর। যতই সবাই বড় হয়ে মন চায় ছোটবেলায়। আর তাই হয়তো ছোট বেলার ছবি দেখেই আমরা সেই দুধের স্বাদ খানিকটা ঘোলে মেটানোর চেষ্টা করি। তাই এবার সেই রকম ইচ্ছে নিয়েই ছোটবেলার এক ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। ছবি দেখে কিন্তু তাঁকে চেনার উপায় নেই একটুকুও।

এই ছবিতে দেখা যাচ্ছে, তিন ভাই বোন দাঁড়িয়ে রয়েছেন। এরমধ্যেই একজন আজকের বলিউডের বর্ষীয়ান নামকরা অভিনেতা। মুখের সঙ্গে খানিকটা মিল কিন্তু রয়েছে। ইনি হলেন অনুপম খের। সঙ্গে রয়েছেন তার ভাই রাজু খের এবং বোন তিতলি।

ছবি পোস্ট করেছেন অভিনেতা স্বয়ং। Instagram এ ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, আমরা যখন শিশু তখন খুব কমই ভবিষ্যতের কথা ভাবি। সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়ে লেখা, বিট্টু, তিতলি ও রাজু। এই ছবি শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়েছে। অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

প্রসঙ্গত, হিমাচলপ্রদেশের শিমলা শহরে জন্মগ্রহণ করেন অনুপম খের। বাবা পুষ্করনাথ খের হিমাচলের বনদফতরে চাকুরীরত ছিলেন। তারা মূলত দুই ভাই। তবে ছবিতে যাকে তিনি বোন বলে পরিচয় দিয়েছেন তিনি অভিনেতার সম্পর্কে তুতো বোন।

Back to top button