অরিজিৎ সিং এর গাওয়া হেট স্টোরি টু এর আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায় গানের নিন্দে করেছিলেন অনুরাধা পাড়োয়াল। আসলে এই গানটির আসল গায়িকা ছিলেন তিনি। এরপর এই গানের রিমিক্স ভার্সনের সমালোচনা করেছিলেন অনুরাধা। কিন্তু তারপর থেকেই শুরু হয় বিতর্ক। এরপর অবশেষে এই নিয়ে মুখ খুলেছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী।
বিবৃতি প্রকাশ করে অনুরাধা জানিয়েছেন, তিনি রিমিক্স গানের বিরোধী। যিনি গানটি গেয়েছেন বা অরিজিৎ – এর বিরোধী নন। অযথাই মিডিয়া এই খবর নিয়ে সেনসেশন তৈরি করার চেষ্টা করছে। তাঁর কথায়, “আমি চিরদিন রিমিক্স গানের চেয়ে মৌলিক গানকেই এগিয়ে রেখেছি। আমার বক্তব্য ছিল ‘আজ ফির তুম পে গান’ – এর রিমিক্স ভার্সন নিয়ে, গায়ককে নিয়ে নয়”।
তিনি আরো বলেন, “রিমিক্স অরিজিনাল সৃষ্টিকে মাথায় রেখেই করা উচিৎ। ৯০ এর দশকের অনেক গানের রিমিক্স হয়েছে , তবে তাতে মৌলিক গানের প্রতি কোনও সুবিচার করা হয়নি। আমরাও অনেক সঙ্গীতপরিচালককে গানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছি এবং তা যথেষ্ট সম্মানের সঙ্গেই জানিয়েছি”।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে দয়াবান ছবিতে লক্ষ্মীকান্ত-প্যারেলালের কম্পোজিশনে আজ ফির তুম পে গানটি গেয়েছিলেন অনুরাধা পড়োয়াল ও পঙ্কজ উদাস। এর ঠিক ২৬ বছর পর সেই গান আবার রিমেক হয় হেট স্টোরি ২ ছবিতে। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। ছবি হিট না হলেও গানটি সুপার হিট হয়েছিল।
এই রিমেক গান শুনেই অনুরাধা পরোয়াল বলেন, “আমাকে একজন আজ ফির তুম পে- এর রিমেক ভার্সনটা শোনার জন্য বলেছিলেন। উনি বলেন যে এটা না কি সুপারহিট গান। কিন্তু,যখন রিমেক ভার্সন শুনি…বাপরে…আমার তো রীতিমতো ভয় করে। কান্না পেয়ে যাই। সেই সময় আমি নিজের গান চালিয়ে মনকে শান্ত করার চেষ্টা করি। তখন মনে হয়, যাক বাবা, কিছু ভালো গান শুনলাম”।