দেখতে দেখতে ৫০০ পর্ব পার! অনুরাগের ছোঁয়ার বিশেষ দিনে কাদের সঙ্গে কেক কাটলেন সূর্য-দীপারা?

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এখন সবকিছু মিটমাট হয়ে গিয়ে সুস্থ স্বাভাবিক সম্পর্ক দেখা যাচ্ছে সূর্য ও দিপার। কিন্তু তাদের সম্পর্কে ফের জটিলতা সৃষ্টি করতে চাইছে মিশকা। এই সব কিছুর মিশেলেই গুটি গুটি পায়ে ৫০০ পর্ব পার করল অনুরাগের ছোঁয়া। জমজমাট সেলিব্রেশন হল সেটেই।
একটানা টিআরপি তালিকায় নিজেদেরকে বেঙ্গল টপার হিসেবে ধরে রেখেছিল অনুরাগের ছোঁয়া। এই ধারাবাহিকের প্লট খুব পছন্দ দর্শকদের। দীপা, সূর্য, মিশকার সম্পর্কের সমীকরনও বেশ মনে ধরেছে দর্শক মহলের। তাই সব কিছু নিয়েই ৫০০ পর্বে পা দিল এই ধারাবাহিক।
৫০০ পর্ব বলে কথা, তাই উদযাপন তো করতেই হত। সেই মত উদযাপন হলও। কলাকুশলীদের নিয়েই সেটে হল কেক কাটা। একটি নয় তিনটি কেক কাটা হয় এদিন সেটে।অনুরাগের ছোঁয়ার সেটে এদিন হাজির ছিলেন অনুরাগীরাও। তাঁদের সঙ্গে সেলফি তোলেন শিল্পীরা।
এখন ধারাবাহিকে, মিশকাকে পরাস্ত করতে গল্পে এন্ট্রি হচ্ছে নতুন এক নারীর। ধারাবাহিকে এখন আপাতত সূর্য ও দীপার মধ্যে মিটে গিয়ে তারা ভালোভাবেই সংসার করছেন। কিন্তু তা সহ্য হচ্ছে না মিশকার। তাই সে ফের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করতে উঠে পরে লেগেছে। এবার সে এক নতুন ফন্দি এঁটেছে। কিন্তু মিশকার পরিকল্পনা বানচাল করতে নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে। তবে এই চরিত্র ঠিক নতুন নয়। তাহলে কে এই নারী?
পর্দার জয় সেনগুপ্ত ওরফে প্রারাব্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে লাল শাড়ি পরে দেখা যায়। এক ঝলকে দেখে তাঁকে ছেলে বলে চেনার এতটুকু উপায় নেই। লম্বা চুল, কাজল কালো আঁখি, ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন একেবারেই মোহময়ী নারী হয়ে উঠেছেন তিনি।