সিরিয়াল

ছু কার দীপা কা দিল! অবশেষে সুখবর দিল সূর্য-দীপা, বড় কাণ্ড অনুরাগের ছোঁয়ায়

বিভিন্ন সময় বিভিন্ন বাংলা সিরিয়ালের রিমেক হয়েছে হিন্দিতে। সম্প্রতি মিঠাইয়েরও রিমেক হয়েছে। এবার জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার রিমেক হতে চলেছে। তবে এক্ষেত্রে ঠিক রিমেক নয়। বরং বাংলা ধারাবাহিকটি হিন্দিতে ডাবিং করে দেখানো হবে স্টার প্লাসে।

স্টার প্লাসের তরফে ইতিমধ্যেই ট্রেলার প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ওই চ্যানেলে বিকেল ৩টেয় দেখা যাবে ধারাবাহিকটি।

এদিন সিরিয়ালের নায়ক সূর্য ওরফে দিব্যজ্যোতি প্রোমো শেয়ার করে লিখেছেন, “ছু কার দীপা কা দিল, কউন খতম করেগা উসকি হর মুশকিল”? এতদিন বাংলায় প্রথম স্থান অধিকার করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। এবার হিন্দিতেও কতটা ভালবাসা পায় এই ধারাবাহিক সেটাই দেখার।

বেশ কয়েক সপ্তাহ পর পর নিজেদের টিআরপি তালিকায় প্রথমে ধরে রেখেছিল অনুরাগের ছোঁয়া। দারুন পছন্দ করছিল দর্শক। তবে কয়েক সপ্তাহ দেখা যাচ্ছে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে নেমে এসেছে তাঁরা। তবে কাহিনীর মধ্যে টুইস্ট আনার চেষ্টা করা হচ্ছে সিরিয়ালকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে।

Back to top button