সূর্য-দীপার সম্পর্ক বাঁচাতে এন্ট্রি হল এক লাস্যময়ী নারীর! এবার কি পরাস্ত হবে মিশকা?

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এখন সবকিছু মিটমাট হয়ে গিয়ে সুস্থ স্বাভাবিক সম্পর্ক দেখা যাচ্ছে সূর্য ও দিপার। কিন্তু তাদের সম্পর্কে ফের জটিলতা সৃষ্টি করতে চাইছে মিশকা। আর এরমধ্যেই মিশকাকে পরাস্ত করতে গল্পে এন্ট্রি হচ্ছে নতুন এক নারীর।
ধারাবাহিকে এখন আপাতত সূর্য ও দীপার মধ্যে মিটে গিয়ে তারা ভালোভাবেই সংসার করছেন। কিন্তু তা সহ্য হচ্ছে না মিশকার। তাই সে ফের দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি করতে উঠে পরে লেগেছে। এবার সে এক নতুন ফন্দি এঁটেছে। কিন্তু মিশকার পরিকল্পনা বানচাল করতে নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে। তবে এই চরিত্র ঠিক নতুন নয়। তাহলে কে এই নারী?
পর্দার জয় সেনগুপ্ত ওরফে প্রারাব্ধি তাঁর সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে লাল শাড়ি পরে দেখা যায়। এক ঝলকে দেখে তাঁকে ছেলে বলে চেনার এতটুকু উপায় নেই। লম্বা চুল, কাজল কালো আঁখি, ঠোঁটে লিপস্টিক দিয়ে যেন একেবারেই মোহময়ী নারী হয়ে উঠেছেন তিনি।
ছবি পোস্ট করে প্রারাব্ধি লেখেন, ‘মিশকা ইজ অন ফায়ার। আজকের পর্ব দেখতে ভুলবেন না, দারুণ বিনোদন পাবেন।’ যদিও দীপা চায় মিশকার সন্তান জেলে নয় বরং বাড়িতেই জন্মাক। মিশকাকে এবার সে জেল থেকে ছাড়িয়ে আনতে চায়। তুলে নিতে চায় সমস্ত কেস। কিন্তু দীপার এই প্রস্তাবে কেউ রাজি নয়। তাই সূর্যর ভাই মিশকাকে কীভাবে জব্দ করে সেটাই এখন দেখার।