সিরিয়াল

মা-বোনকে ফিরে পেল সোনা! সূর্যকে এবার কী জানাবে সে? টানটান উত্তেজনা অনুরাগের ছোঁয়ায়

টানটান উত্তেজনায় ভরপুর অনুরাগের ছোঁয়া ধারাবাহিক। এই মুহূর্তে সোনা জানতে পেরেছে তার আসল মা কে। আর সেই খবর সে তার বাবাকে জানাতেও উদ্যোগী হয়েছে। এদিকে সোনার অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা।

সোনা জানতে পেরেছে দীপা তার আসল মা। অপরদিকে রুপা তার নিজের যমজ বোন এই সত্য প্রকাশ হয়েছে তার কাছে। এই খবরে সে এতটাই খুশি হয়েছে যে কেঁদে কেটে একেবারে একাকার। তার মন ভোলানো অভিনয় মুক্ত হয়েছে দর্শকরা। এবার সে তার বাবা সূর্যকে সমস্ত সত্যিটা বলবে বলে ঠিক করে।

সূর্য আহত অবস্থায় বাড়ি ফিরতেই সোনা তাকে গোটা বিষয়টি জানিয়ে দেয়। সংলাপে একরত্তিকে বলতে শোনা যায়, “তুমি আমার আসল বাবা তুমি আমায় ছেড়ে কখনো যাবে না”। এদিকে এই কথা শুনে ফের রেগে যায় সূর্য। অন্যদিকে রুপা ভয়ের চোটে গোটা ঘটনা খুলে বলে তার মাকে এবং তার মাকে সে জড়িয়ে ধরে।

এই পরিস্থিতিতে এবার দীপা কি করবে? সূর্যর সামনে কি গোটা সত্যি বিষয়টা জানিয়ে দেবে? নাকি উল্টে দুই মেয়েকে সে বোঝাবে? সূর্য কি বুঝতে পারবে দিপাকে? এই উত্তর পেতে গেলে দেখতে হবে অনুরাগের ছোঁয়া।

Back to top button