এত ছোট থেকেই এই সামান্য বিষয়ে অবসেসড বিরুষ্কা কন্যা! মেয়ের অদ্ভুত স্বভাবের কথা প্রকাশ্যে আনলেন অনুষ্কা

Avatar

Published on:

এত ছোট থেকেই এই সামান্য বিষয়ে অবসেসড বিরুষ্কা কন্যা! মেয়ের অদ্ভুত স্বভাবের কথা প্রকাশ্যে আনলেন অনুষ্কা

সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট এবং অনুষ্কা যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন। এবার জানালেন মেয়ের এক স্বভাবের কথা। ভামিকা কী খেতে পছন্দ করে সেই কথাই জানালেন মা অনুষ্কা।

বহু দিন বাদে দেশে ফিরেছিলেন নায়িকা। বিমান বন্দরে ফটো শিকারীদের কাছে ফ্রেমবন্দি হন তিনি। কাজের থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছেন অনুষ্কা। সেখান থেকে আবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল মেয়ের কথা।

   
 ⁠

অনুষ্কা জানান, ভামিকা ভীষণ আইসক্রিম ভালবাসে। মানে ভীষণ ভালবাসে। ওটা নিয়ে ও অবসেসড পুরো। ভামিকাকে নিয়ে একটা আইসক্রিম মিউজিয়ামে গিয়েছিলাম। আর গিয়েই বলি নাও যা পারো, যতটা পারো খাও। কিন্তু ও মোটেই অত খেতে পারেনি। ওরা ছোট তো তাই ওরা একসঙ্গে অনেক খাবার খেতে পারে না। বড় জোর দুটো কিংবা দুটোর একটু বেশি আইসক্রিম খাবে। খেয়ে বলবে হয়ে গেছে”।

  
 ⁠

পাশাপাশি নিজের বর্তমান সময় তিনি সম্পর্কে তিনি জানান, “বেশিরভাগ সময় আমি আর আমার মেয়েই একসঙ্গে থাকি। ও বিকেল সাড়ে ৫টার সময় রাতের খাবার সেরে নেয়। সেই অনুযায়ী আমারও অভ্যাস হয়ে গিয়েছে। প্রথম প্রথম খুব অসুবিধা হত। তবে এখন মনে হয় এই অভ্যাস জীবনকে আরও পজিটিভ করে তুলেছে। ঘুম ভাল হয়। শরীর সুস্থ থাকে। নিজেকে অনেক বেশি তরতাজা লাগে। আর হাতে অনেকটা বেশি সময় পাওয়া যায়”।