বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা স্বামীকে! আশাভঙ্গের ক্ষতে মলম লাগালেন অনুষ্কা

অধরা থেকে গেল স্বপ্ন। আবার শুরু প্রতীক্ষার। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়ে মন খারাপ ভারতবাসীর। তার থেকেও বেশি মন খারাপ অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের যোদ্ধাদের। এই মন খারাপ কোনও ভাবেই কমার নয়। কিন্তু তাও কাছের মানুষের সান্ত্বনা হয়তো কিছুটা হলেও সেই ক্ষততে প্রলেপ দেয়।
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন হলুদ ঝড়। জয়ের আনন্দে আত্মহারা অস্ট্রেলিয়া। অপরদিকে বিষন্নতা গ্রাস করেছে ভারতীয়দের। এই অবস্থায় বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েও মনমরা হয়েই থাকলেন বিরাট কোহলি। তবে তাঁর কাঁধে হাত রাখলেন তাঁর চিরসঙ্গী অনুষ্কা শর্মা।
ম্যাচ শেষে যখন গ্যালারিতে ফিরলেন বিরাট তখন এক মুহুর্তও আর দেরি না করে স্বামীকে জড়িয়ে ধরলেন অনুষ্কা। এতে খানিকটা হলেও হয়তো অনেক কিছু না পাওয়ার মধ্যেই কিছুটা শান্তি মিলল তাঁর। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ছবি, যেখানে দেখা যাচ্ছে, বিরাট ক্যামেরার দিকে পিছন ফিরে। জার্সির পিছনে তাঁর নাম এবং ‘১৮’ নম্বর সংখ্যাটি স্পষ্ট। ক্যামেরার দিকে ফিরে অনুষ্কা। জড়িয়ে ধরে আছেন বিরাটকে।
কিছুদিন আগে যখন ওয়াংখেড়েতে নিউজিল্যান্ড বনাম ভারতের ম্যাচ ছিল তখনও এইভাবে বিরাটের পাশ থাকতে দেখা গিয়েছিল অনুষ্কাকে। যদিও তখন সেই পরিস্থিতি ছিল আলাদা।
সেদিন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ফের একবার সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সচিনের রেকর্ড ভেঙে দেন তিনি। একের পর এক রেকর্ড ভেঙে তৈরি করেন নতুন রেকর্ড। একদিনের ক্রিকেটে তাঁর সেঞ্চুরির সংখ্যা দাঁড়ায় ৫০।
ভারতের অধিনায়ককে সম্মান জানাতে তখন উঠে দাঁড়িয়েছে গোটা গ্যালারি। স্টেডিয়াম ভেঙে পড়ছে হাত তালির আওয়াজে। আর তখন সেখানে উপস্থিত সদ্য রেকর্ড গড়া ক্রিকেটারের স্ত্রী। গ্যালারিতে দাঁড়িয়েই একের পর এক চুমু ছুঁড়ে দিলেন স্বামীর দিকে। পাল্টা জবাব এলো বিরাটের দিক থেকেও। স্বামীর পারফরম্যান্সে গর্বের হাসি অনুষ্কার মুখে।
ওদিকে সচিনও উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানান বিরাটকে। এরপরেই সেই মুহূর্ত। স্বামীর সাফল্যে চোখে জল স্ত্রীর। বিরাটের পাশাপাশি অনুষ্কাকে দেখেও মুগ্ধ হল উপস্থিত দর্শকরা।