এই কাজের সঙ্গে কোনও আপোষ করেননা বিরাট! অন্দর মহলের তথ্য ফাঁস করলেন অনুষ্কা

Published on:

পায়ে পায়ে কাটল ৭ বছর! বিশেষ দিন কীভাবে কাটালেন বিরুষ্কা?

সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট এবং অনুষ্কা যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন। এবার বিরাটকে নিয়ে এবার বড় তথ্য ফাঁস করলেন অনুষ্কা শর্মা। প্রকাশ্যে আনলেন অন্দরমহলের গোপন কথা।

বিরাট কোহলির ফিটনেস নিয়ে সকলেই অবগত। নিজের শরীর নিয়ে বিশেষ যত্ন করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। শরীর চর্চার সঙ্গে কখনও আপোষ করেননা তিনি। এবার সেই কথাই আরও একবার প্রকাশ্যে নিয়ে এলেন তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা।

   
 ⁠

অনুষ্কা বলেন, “বিরাট নিজের শরীর এবং ফিটনেসের দিকে খুবই নজর রাখে। আমাদের ইন্ডাস্ট্রিতেও এটা অনেকেই মেনে চলে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই ও কার্ডিয়ো বা হাই ইনটেনসিটি ইন্টারভ্যাল ট্রেনিং করে। পাশাপাশি ও আমার সঙ্গে ক্রিকেট খেলে। কোনও ধরনের ভাজাভুজি খাবার ও খায় না। কোনওরকম মিষ্টি পানীয় নেই ওর ডায়েটে। গত ১০ বছরে এক বারও বাটার চিকেন খায়নি ও”।

  
 ⁠

অভিনেত্রী আরও বলেন, “ঘুমের সঙ্গে কোনওরকম আপস করে না ও। ঘুমের দিকে বিশেষ নজর থাকে বিরাটের। পর্যাপ্ত সময় অবধি ঘুমোয় ও। বরাবর বলে এ বিষয়ে নিজের নিয়ন্ত্রণ থাকা দরকার। ওর এই লাইফস্টাইলের প্রতি প্রতিশ্রুতি ওকে শুধু বিশ্বমানের অ্যাথলিট বানায় না, সকলের কাছে অনুপ্রেরণা হিসেবেও তুলে ধরে”।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।