জীবনের প্রতিটি ভূমিকাতেই ব্যতিক্রমী! জন্মদিনে কিং কোহলির সেঞ্চুরির পর কীভাবে ভালোবাসায় ভরালেন স্ত্রী অনুষ্কা?

রবিবার এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থেকেছে ক্রিকেটের নন্দন কানন। বিরাট ঝড়ে কার্যত উড়ে গিয়েছে সাউথ আফ্রিকা। যদিও এই জয় প্রত্যাশিতই ছিল বিরাট ফ্যানদের কাছে। বিশ্বকাপে ভারতের জয় যেন সেইকথাই বলে দিলো আরও একবার। এদিকে গতকাল একই সঙ্গে ছিল কিং কোহলির জন্মদিন। জন্মদিনেই সেঞ্চুরি করে ভারত হয় যেন উপরি পাওনা। আর এরপরেই আবেগে ভেসে তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিলেন স্ত্রী অনুষ্কা শর্মা।
ওয়ান ডেতে ৪৯টি সেঞ্চুরি করে সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। আর তাঁর এই ইতিহাস লেখার মুহূর্তে আনন্দে ভাসছেন বিরাট পত্নী অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ এক পোস্ট করেন স্বামীকে নিয়ে। লেখার মধ্যেই ফুটে ওঠে তিনি কতটা গর্ব বোধ করছেন এই মুহূর্তে।
ইনস্টাগ্রামে লাভ ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘জন্মদিনে নিজেই নিজেকে উপহার দিলেন’। আরও ছবি দিয়ে সঙ্গে অভিনেত্রী যোগ করেন, “জীবনের প্রতিটি ভূমিকাতেই ব্যতিক্রমী। কিন্তু, কোনও না কোনওভাবে তাঁর মুকুটে নতুন পালক যোগ হতে থাকে। আমি তোমাকে এই জীবন এবং আগামী সমস্ত জীবনে সীমাহীনভাবে ভালোবাসব। তোমাকে সমস্ত রূপে গ্রহণ করব”।
উল্লেখ্য, ১১৯ বলে এদিন সেঞ্চুরি করেছেন বিরাট। টসে জয়ী হয়ে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। এদিন বিরাট প্রথম থেকেই নিজের তেজ দেখিয়েছিলেন। প্রথমদিকে বিরাটের সঙ্গে ক্রিজে কিছুক্ষণ জুটি বেঁধেছিলেন শুভমান গিল। তবে তিনি বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২৩ রানে আউট হয়ে যান তিনি।