আইডিয়াল জুটির নজির গড়েছেন দুজনেই! সুখী দাম্পত্যের গোপন রহস্য জানালেন অনুষ্কা

Published on:

আইডিয়াল জুটির নজির গড়েছেন দুজনেই! সুখী দাম্পত্যের গোপন রহস্য জানালেন অনুষ্কা

বিয়ের ৭ বছর পূর্ণ করেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বি-টাউনের অন্যতম বিখ্যাত দম্পতি তাঁরা। দুজনেই তাদের নিজ নিজ কাজে যতই ব্যস্ত থাকুক না কেন একে অপরের জন্য সময় বের করে নেন ঠিক। দুজনেই একে অপরের জন্য বিশেষ পোস্ট শেয়ার না করলেও, এই দম্পতি যে আইডিয়াল কাপলের নজির স্থাপন করেছেন তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই সুখী দাম্পত্যের গোপন রহস্য কী?

অনুষ্কা জানান, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বোঝাপড়া এবং ব্যক্তিগত ছোট-বড় সমস্ত বিষয়ে একে অপরের পাশে থাকা ভীষণ প্রয়োজনীয়, এটাই যে কোনও সম্পর্ককে মজবুত করে।

   
 ⁠

অভিনেত্রীর কথায় , সম্পর্ক সুন্দর রাখতে পুরুষ-নারী দুজনেরই সমান ভূমিকা থাকা দরকার। এমনকি সম্পর্কে স্পেস দেওয়াটাও জরুরি বলেই তিনি মনে করেন।

  
 ⁠

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির ২০১৩ সালে একটি টিভি বিজ্ঞাপনের সেটে দেখা হয়। দুজনেই প্রায় 4 বছর একে অপরকে ডেট করেছেন, তারপরে অনুষ্কা-বিরাট তাদের সমস্ত ভক্তদের অবাক করে দিয়ে ইতালিতে গোপনে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকার জন্ম হয়। দুই বছর পর ফেব্রুয়ারিতে জন্ম হয় ছেলে অকায়ের।

সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট এবং অনুষ্কা যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন।

ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।