বিয়ের ৭ বছর পূর্ণ করলেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। বি-টাউনের অন্যতম বিখ্যাত দম্পতি তাঁরা। দুজনেই তাদের নিজ নিজ কাজে যতই ব্যস্ত থাকুক না কেন একে অপরের জন্য সময় বের করে নেন ঠিক। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় দুজনেই একে অপরের জন্য বিশেষ পোস্ট শেয়ার না করলেও, এই দম্পতি একসঙ্গে সময় কাটিয়েছেন, যার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তাদের দুজনের একটি ছবি এখন ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে এই ছবিতে বিরাটের চেয়ে এগিয়ে চলেছেন অনুষ্কা । এই ছবিটি ব্রিসবেনে টিম ইন্ডিয়ার হোটেলের বাইরের বলে জানা গেছে। অনুষ্কা হালকা মেক আপে সাদা টি-শার্ট ও নীল জিন্স পরেছেন।
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির ২০১৩ সালে একটি টিভি বিজ্ঞাপনের সেটে দেখা হয়। দুজনেই প্রায় 4 বছর একে অপরকে ডেট করেছেন, তারপরে অনুষ্কা-বিরাট তাদের সমস্ত ভক্তদের অবাক করে দিয়ে ইতালিতে গোপনে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তাঁদের কন্যা ভামিকার জন্ম হয়। এই বছরের ফেব্রুয়ারিতে জন্ম হয় ছেলে অকায়ের।
সন্তান হওয়ার পর কাজ থেকে খানিকটা বিরতি নিয়েছেন অনুষ্কা শর্মা। এমনকি সন্তানদের ছবিও তেমনভাবে প্রকাশ্যে আনেননি তিনি। বিরাট এবং অনুষ্কা যথাসম্ভব দুই সন্তানকে সময় দিচ্ছেন।
ছেলের জন্মের পর এক সাক্ষাৎকারে বিরাট জানান, স্পটলাইট থেকে দূরে লন্ডনে সাধারণ দম্পতির মতো জীবন কাটানোর সুযোগ পান তাঁরা। ছেলে-মেয়েকে নিয়ে সুখে কেটেছে দিন, জানান বিরাট। পিতৃত্বের স্বাদ চুটিয়ে নিচ্ছেন তিনি, জানান কোহলি। ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি।