রাম জন্মভূমির সঙ্গে যোগসূত্র, এরপরেই পেশার টানে মুম্বই পাড়ি! আজ জন্মদিনে চেনা যাচ্ছে এই অভিনেত্রীকে?

Published on:

রাম জন্মভূমির সঙ্গে যোগসূত্র, এরপরেই পেশার টানে মুম্বই পাড়ি! আজ জন্মদিনে চেনা যাচ্ছে এই অভিনেত্রীকে?

আজ জন্মদিন অনুষ্কা শর্মার। ৩৬ বছরে পা দিলেন অভিনেত্রী। কর্মসূত্র এখন মুম্বাই নিবাসী হলেও অনুষ্কার জন্মের সঙ্গে যোগসূত্র রয়েছে রামের জন্মভূমি অযোধ্যার। অভিনেত্রীর জন্মদিনে জানা যাক এমনই এক অজানা তথ্য।

১৯৮৮ সালের পয়লা মে জন্মগ্রহণ করেন অনুষ্কা শর্মা। তার বাবা অজয় কুমার শর্মা ছিলেন ভারতীয় সেনা কর্মী। অনুষ্কার জন্মের সময় তার বাবা ডোগরা রেজিমেন্টে কর্মরত ছিলেন। সেই কারণে অযোধ্যার মিলিটারি হাসপাতালে জন্ম হয়েছিল অনুষ্কার। তবে এর পরে নিজের ক্যারিয়ার তৈরির জন্য মুম্বাইয়ে চলে আসেন তিনি।

   
 ⁠

জানা গিয়েছে অনুষ্কার বাবার কর্মসূত্রের কারণেই অযোধ্যা থাকতেন তারা। তাই সেই সময় অনুষ্কার মা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় অযোধ্যার মিলিটারি হাসপাতালেই জন্মগ্রহণ করেন অনুষ্কা। এই জন্মসূত্রে রাম জন্মভূমির সঙ্গে যোগসূত্র রয়েছে এই অভিনেত্রীর।

  
 ⁠

পরবর্তীকালে মুম্বাইয়ে এসে নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন অনুষ্কা শর্মা। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিয়ে করে সুখের সংসার তার। বর্তমানে তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তানও রয়েছে। এখন এই দম্পতিকে প্রায়ই দেখা যায় তাদের এই একরত্তিকে নিয়ে বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরে বেড়াতে।