সিরিয়াল

আবার ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা! কোন সিরিয়ালে দেখা যাবে তাঁকে?

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। তাই কোন ধারাবাহিক থেকে তিনি চলে গেলে তা স্বাভাবিকভাবেই তার অনুরাগীদের কাছে মন খারাপের বিষয় হয়ে দাঁড়ায়। তবে এবার তার অনুরাগীদের জন্য রয়েছে সুখবর। আরো একবার ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য।

জানা গিয়েছে, স্টার জলসার একটি ধারাবাহিকে তাকে দেখা যাবে অতিথি শিল্পী হিসেবে। হরগৌরী পাইস হোটেল নামক ধারাবাহিকে অতিথি চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। আগামীকাল শুটিং হওয়ার কথা রয়েছে। এরপরেই ফের একবার ছোটপর্দায় হাজির হবেন অপরাজিতা।

ইতিমধ্যেই এই সিরিয়ালের নতুন মোড় দেখা দিয়েছে। শংকর এবং ওই সানি একটি রান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়েছে। দেখা যাচ্ছে নিজেদের হোটেল কে বাঁচাতে একে অপরের বিরুদ্ধে এই প্রতিযোগিতায় লড়বেন এই দম্পতি। সেখানেই ওই প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় অভিনয় করবেন অপরাজিতা আঢ্য।

সূত্রের খবর, যখন যেমন এই রান্নার প্রতিযোগিতার এপিসোড থাকবে সেদিন গুলিতে অপরাজিতা আঢ্যকে দেখা যাবে। এরমধ্যে কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল এই সিরিয়াল শেষ হওয়ার মুখে। তবে পরে অবশ্য জানা গিয়েছে তা পুরোটাই গুঞ্জন। কেবলমাত্র সিরিয়াল সম্প্রচারের টাইম স্লট পরিবর্তন হচ্ছে সিরিয়াল শেষ হওয়ার কোন সম্ভাবনা নেই এখন। এমনকি টিআরপি রেটিং তালিকাতেও এক থেকে দশের মধ্যেই জায়গা করে নিতে পেরেছে হরগৌরী পাইস হোটেল

Back to top button