নবম শ্রেণীতে প্রথম প্রেম! মায়ের চাপে শেষ পর্যন্ত কী করলেন অপরাজিতা?

Published on:

নবম শ্রেণীতে প্রথম প্রেম! মায়ের চাপে শেষ পর্যন্ত কী করলেন অপরাজিতা?

পরকীয়া ‘জীবনের অঙ্গ’। এমনটাই মন্তব্য করেছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। এবার তাঁর এক কাহিনী ভাইরাল হল। ছোটবেলার প্রেম কাহিনী শোনালেন অভিনেত্রী। কিন্তু তাঁর সেই প্রথম প্রেম পূর্ণতা পায় নি।

নবম শ্রেণীতে পড়াকালীন প্রেমে পড়েছিলেন অপরাজিতা। তবে অভিনেত্রীর মায়ের অপছন্দ ছিল সেই ছেলেকে। তিনি রীতিমত ধমকেছিলেন মেয়েকে ওই ছেলের সঙ্গে প্রেম করা নিয়ে। কিন্তু অভিনেত্রীও ছিলেন নাছোড়বান্দা।

   
 ⁠

একবার এক মন্দিরে নিয়ে গিয়ে মেয়েকে দিয়ে শপথ করিয়েছিলেন অপরাজিতার মা। বলেছিলেন, সেখানে শপথ করতে যে ওই ছেলের সঙ্গে তিনি যেন আর কোনও সম্পর্ক না রাখেন। কিন্তু অপরাজিতা মনে মনে নাকি মা কালীকে বলেছিলেন, “মা যা বলছে বলুক, আমি কিন্তু এই ছেলেকে কখনও ভুলতে পারব না”। তবে সেই সম্পর্ক টেকেনি।

  
 ⁠

২৭ বছর পার করে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও অতনু হাজরা। দুই যুগের আগেও ভালোবেসে পথ চলা শুরু করেছিলেন এই দম্পতি। অপরাজিতা আঢ্যর স্বামীও ইন্ডাস্ট্রির মানুষ। কাজ করেন ক্যামেরার পিছনে। স্ত্রীর সাফল্যে বরাবর খুশি তিনি।