বাড়িতে বসে অবসরে একী কাণ্ড ঘটাচ্ছেন অপরাজিতা? ভিডিও দেখে অবাক অনুরাগী মহল

Published on:

নবম শ্রেণীতে প্রথম প্রেম! মায়ের চাপে শেষ পর্যন্ত কী করলেন অপরাজিতা?

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। রিল লাইফের পাশাপাশি রিয়েলেও একইরকম চনমনে তিনি।

এখন সামান্য অবসর রয়েছে অভিনেত্রীর। কিন্তু এই অবসর সময়ে তিনি অবহেলায় কাটিয়ে দিতে রাজি নন। তাই এই সময়কে কাজে লাগাচ্ছেন অন্যভাবে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

   
 ⁠

ভিডিওতে দেখা যাচ্ছে মূর্তি গড়ছেন অপরাজিতা। একমনে বসে ঠাকুর তৈরি করছেন অভিনেত্রী। একটি ছোট গনেশ মূর্তি তৈরি করতে দেখা যাচ্ছে তাঁকে। ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, “আজ কাজ নেই ।খই ভাজতে জানি না তাই ঠাকুর বানিয়ে ফেললাম”। সকলেই তাঁর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন

  
 ⁠

জানা যায়, একমাসের আলাপে অতনু হাজরাকে বিয়ে করেন অপরাজিতা। দেখতে দেখতে ২৭ বছর পার করেছেন বিবাহিত জীবনের। ২৭ বছর পার করে ফেলেছেন অপরাজিতা আঢ্য ও অতনু হাজরা। দুই যুগের আগেও ভালোবেসে পথ চলা শুরু করেছিলেন এই দম্পতি। অপরাজিতা আঢ্যর স্বামীও ইন্ডাস্ট্রির মানুষ। কাজ করেন ক্যামেরার পিছনে। স্ত্রীর সাফল্যে বরাবর খুশি তিনি।