সিরিয়াল

সংসারে সুখ ফিরবে কীভাবে? সংসার নিয়ে কী টিপস দিলেন অপরাজিতা

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। এবার কীভাবে সংসার সুখী হবে তাই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এবার ঘরে ঘরে জি বাংলা রিয়্যালিটি শোয়ে অপরাজিতা আঢ্য টিপস দিলেন কিভাবে একটি সংসারকে সুখে রাখা যায় তাই নিয়ে। এই অনুষ্ঠানে গিয়ে সঞ্চালিকা জানান, “আমি একটা অভিনয় করছি। পরিচালক একরকম ভেবে রেখেছে সিনেমাটাকে নিয়ে, কেমন হবে সেটা। এবার আমি যদি ভাবি আমার মত হবে সিনেমাটা, তাহল তো আমি ঠিক করে অভিনয়টাই করে উঠতে পারব না। তাই না, সুতরাং জীবনটাও ঠিক সেরকম”।

তিনি আরও বলেন, “তুমি একটা জিনিস পেয়েছ, তবে সেটা নিয়ে যদি তুমি বিরাট আশা করতে থাক, তাহলে তো কিছুই হবে না। আবারও সেই গড্ডালিকা প্রবাহে চলে যাবে। একদম না। তোমাকে দু’জনেরটাই বুঝতে হবে। ঠিক তুমি কথা দিলে আর ঝগড়া নয়।”

প্রসঙ্গত, এবার স্টার জলসার পর্দায় দেখা মিলছে অভিনেত্রীর। নতুন সিরিয়াল ‘জল থই থই ভালোবাসা’য় কোজাগরী বসুর চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।

Back to top button