বয়সে ছোট বন্ধু কোনও ব্যাপার না! অসম বয়সী বন্ধুত্ব নিয়ে আর কী কী বললেন অপরাজিতা?

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল।
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি চিনি ২। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত অপরাজিতা আঢ্য। মৈনাক ভৌমিকের এই ছবিতে এবার বাড়িওয়ালির ভূমিকায় দেখা গিয়েছে তাকে। আর এবার তার ভাড়াটে হলেন মধুমিতা সরকার। আর বাড়িওয়ালি আবার তার ভাড়াটের লাভগুরুও বটে।
মধুমিতার সঙ্গে তার এক মিষ্টি সম্পর্কের ছবি দেখা গিয়েছে ছবিতে। দুই অসম বয়সী মহিলার বন্ধুত্ব গড়ে উঠেছে এখানে। খানিক অন্যস্বাদের আভাস দিয়েছে ছবিটি। ২০২০ সালের ছবি ‘চিনি’-এর সিক্যুয়েল।
অপরাজিতা আঢ্য জানান, বন্ধুত্ব বয়সের বিধিনিষেধ মেনে চলে না। এবং যদি সুন্দরভাবে লালন করা হয়, তবে তা সব বয়সেই সুন্দর। তিনি বলেন, তাঁদের রসায়ন সিক্যুয়েলে অত্যন্ত নজর কাড়বে। মধুমিতার অভিনয়ের প্রশংসাও করেছেন তিনি।