বিনোদন

ধনতেরাসে কীভাবে আয়ু, ধন বৃদ্ধি হবে? ঘরোয়া টোটকা জানালেন অপরাজিতা আঢ্য

কালী পূজা মানেই ধনতেরাস। এই ধনতেরাসে বাড়িতে কিভাবে সুখ, আয়ু, ধন, প্রতিপত্তি বৃদ্ধি হবে তাই নিয়ে সবাই ঘরোয়া টোটকার খোঁজখবর করে থাকেন। এবার কিভাবে সহজেই সুখ, আয়ু বৃদ্ধি পাবে তার ঘরোয়া টোটকা খোঁজ দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

লক্ষ্মী পূজার মতোই জাঁকজমক ভাবে ধনতেরাস পুজো হয়ে থাকে অভিনেত্রীর বাড়িতে। সেজেগুজে মা লক্ষ্মী আরাধনা করেন তিনি। এবারে সেই পুজো করতে গিয়ে বেশ কিছু টিপস দিলেন অভিনেত্রী। কিভাবে বাড়িতে সুখ সমৃদ্ধি হবে তারই খোঁজ দিলেন অপরাজিতা।

অভিনেত্রী বলেন, “আজ কুবের, মা লক্ষ্মী এবং ধন্বন্তরীদেবের পুজো করা হয়। মা লক্ষ্মীর কৃপায় আমাদের পরিবার ফুলেফেঁপে ওঠে। কুবেরের কৃপায় আমাদের ধনলাভ হয়। এবং ধন্বন্তরীদেবের জন্য আমাদের শরীর রোগমুক্ত থাকে। আজকের দিনে বিশেষ পুজো করা হয়”।

তার কথায়, “এরজন্য দক্ষিণদ্বার বেছে নিতে হয়। সেই কোণেই এই পুজো হয়। সেটাকে বলা হয় যমের দক্ষিণ দুয়ার। আটার প্রদীপ তৈরি করতে হয় এই পুজোয়। সেটা করলে পরিবারের সকলের আয়ুবৃদ্ধি হয় এবং পরিবারে যদি কোনও সংকট থাকে, তা হলে সেটা কেটে যায়”। কিভাবে সেই প্রদীপ তৈরি করতে হয় সেই ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী।

Back to top button