ছেলে খারাপ হলে মায়ের উপরও দায় পড়ে! নারী নিরাপত্তায় সরব অপরাজিতাও

Avatar

Published on:

সুবিচার দাও ,নয়ত.....! দুর্গাপুজোর আগে বড় সিদ্ধান্ত নিলেন অপরাজিতা

আরজি কর কাণ্ডে উত্তাল দেশ। নারী নিরাপত্তা নিয়ে সরব চলচ্চিত্র থেকে রাজনৈতিক মহল সকলেই। সকলেই বিচার চান আরজি করের ঘটনার। অনেকেই ছেলেদের সামাজিক শিক্ষা দেওয়া উচিত বলে মনে করছেন। এই নিয়েই এবার মন্তব্য করলেন অপরাজিতা আঢ্য।

এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “শুধুই এক নারীর জন্য নয়, নারীজাতির জন্য ন্যায় চাইব। চাইব, আমরা যেন প্রত্যেকে প্রতিদিন নিরাপদ, সুস্থ থাকি”। তাঁর মতে, ছেলে খারাপ হলে তার কিছুটা দায় মায়ের উপরেও বর্তায়। এই বিশেষ দিনে তাঁর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সকলের চৈতন্য হোক।

   
 ⁠

তিনি বলেন, তাঁর মায়ের বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো হয়। এবারে তাঁর দাদা ও তাঁর নব বিবাহিত স্ত্রী পুজো করবেন।সত্যনারায়ণের পুজোও হবে। কৃষ্ণনগরে নিজের বিশেষ কাজ সেরে বিকেলেই বাড়িতে পৌঁছান তিনি।

  
 ⁠

বরাবরই ঈশ্বরে বিশ্বাসী তিনি। বাড়িতে ধুমধাম করে লক্ষী পুজো করেন। দুর্গাপুজোতেও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়। এই ঈশ্বরের প্রতি বিশ্বাস নিয়েই তিনি বলেন, “বিশ্বাস একটুও টলেনি। বরং তাঁকেই বেশি করে আঁকড়ে ধরছি। কারণ আমি মনে করি, ঈশ্বর ছাড়া গতি নেই”।