ভালবাসা তো ইনার বিউটি! প্রেম সম্পর্কে ঠিক কী ভাবেন অপরাজিতা?

মুক্তি পাওয়ার অপেক্ষায় চিনি ২। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত অপরাজিতা আঢ্য। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ট্রেলর। মৈনাক ভৌমিকের এই ছবিতে এবার বাড়িওয়ালির ভূমিকায় দেখা যাবে তাকে। আর এবার তার ভাড়াটে হলেন মধুমিতা সরকার। আর বাড়িওয়ালি আবার তার ভাড়াটের লাভগুরুও বটে।
এই সিনেমার প্রচারের ব্যস্ততার মাঝে তাঁকে জিজ্ঞেস করা হল তাঁর চোখে প্রেম কেমন? উত্তরে অপরাজিতা বলেন, “ভালবাসা তো এক ইনার বিউটি। আমি কাউকে ভালবাসি মানে সেটা ভেতরের সৌন্দর্যতা। আমি যখন আমার ভালবাসার জন্য অপর ব্যক্তির থেকে কিছু আশা করছি, সে আমার জন্য করবে, সে আমাকে দেবে, সে আমাকেও সমান ভালবাসবে, এটা হচ্ছে চুক্তি”।
অভিনেত্রীর কথায়, “ভালবাসা এক অন্যস্বাদের সম্পর্ক, যেখানে দেনাপাওনার অঙ্ক কষা যায় না। ভালোবাসা অন্তরের সৌন্দর্যতা, সেটাকে আমি যত জাগাতে পারব, সেটাই তো পূজো, সেটাই তো ভালবাসা। ভালবাসাই তো হচ্ছে ধর্ম, তার ওপর তো কোনও ধর্ম নেই। আসলে ওটা তো আত্মা। সত্যি বলতে ভালবাসার কোনও বয়স নেই।”
প্রসঙ্গত, ১১ আগস্ট বিনোদন জগতে বড় দিন বলা যেতে পারে। ওই দিন একাধিক বিগ বাজেটের ছবির মুক্তি রয়েছে। একদিকে যেমন দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য মুক্তি পাবে। তেমন অন্যদিকে চিনি ২ মুক্তি পাবে। আবার ওটিটি তে মুক্তি পাবে রাজ চক্রবর্তীর আবার প্রলয়। অন্য দিকে বলিউডের দুটি ছবিও মুক্তি পাবে সেদিন।