মানসিক প্রতিবন্ধকতা রয়েছে! সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের মোক্ষম জবাব অপরাজিতার

সিরিয়াল হোক বা সিনেমা কিংবা কোনও নন ফিকশন শো সবেতেই দারুন জনপ্রিয় অপরাজিতা আঢ্য। নিজের চারিত্রিক বৈশিষ্ট্য এবং অভিনয় দক্ষতার গুণে সহজেই দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি দারুন উপভোগ করেন দর্শকমহল। তবে নানান সময়ে তাঁকে ট্রোলের শিকারও হতে হয়েছে। যদিও সেইসব নিয়ে কখনোই পাত্তা দেননি তিনি। এবার নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অপরাজিতা আঢ্য জানান, “আমি একটা ভিডিয়ো পোস্ট করলে ৫ লাখের ওপর মানুষ দেখে। তারা লাইক করে। আর আমায় নিয়ে এমন মন্তব্য করে হাতেগোনা কিছু মানুষ। তাই সমস্যাটা তাদের। তাদের প্রতি আমার সহানুভূতিও আছে। নিশ্চয়ই মানসিক প্রতিবন্ধকতা বা কোনও সমস্যা রয়েছে। আর তাছাড়া অত সময় নেই আমার এসব দেখার”।
কিছুদিন আগেও একবার অপরাজিতা আঢ্যকেই কটাক্ষের শিকার হতে হয় নেট দুনিয়ায়। যার কারণ হিসেবে উঠে আসে তার পোশাক। সোশ্যাল মিডিয়া এক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে নীল সমুদ্রকে পেছনে রেখে সাদা ঘেরওয়ালা টপ আর গেরুয়া হট প্যান্ট পড়ে ফ্রেম জুড়ে রয়েছেন তিনি। পা দিয়ে সমুদ্রপারের বালি ওড়াচ্ছেন। মনের খুশি তার ফুটে উঠেছে মুখের অভিব্যক্তিতে। সমুদ্রসফরের কিছু মুহূর্ত ভিডিয়ো করে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। আর এই ভিডিও দেখেই কটাক্ষের ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
এই ছবি দেখে অনেকেই নিন্দা করেছেন। সকলেই তার পোশাক এবং শরীর নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন কমেন্ট করে লিখেছেন, ‘‘কী বিশ্রী! ভিডিয়ো পোস্ট করার আগে এক বার দেখেছেন নিজেকে?’’ কেউ কেউ তো আবার উপযাজক হয়ে পরামর্শ দিয়ে লিখেছেন, “পাগল হয়ে গিয়েছেন? হট প্যান্ট পরার জন্য চেহারাটাও হট বানাতে হয়। আবার হাত-পা ছুড়ছেন”?
প্রসঙ্গত, এবার স্টার জলসার পর্দায় দেখা মিলবেই অভিনেত্রীর। নতুন সিরিয়াল আসছে ‘জল থই থই ভালোবাসা’। সেখানেই দেখা যাবে তাকে। এই মেগায় তাঁর চরিত্রের নাম কোজাগরী বসু। মা-মেয়ের সম্পর্কের গল্প বলবে এই মেগা। অপরাজিতা আঢ্যর মেয়ের চরিত্রে দেখা যাবে অনুষা বিশ্বনাথনকে।
২৫শে রাত ৯টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে এই ধারাবাহিকের সময় ঘোষণাও হল একদম অভিনব কায়দায়। প্রোমো তে দেখা যাচ্ছে, রান্নাঘরে নেচে নেচে গুনগুন করে গান গাইছেন কোজাগরী বসু ওরফে অপরাজিতা। আর তাঁর মেয়ে সেই গোটা বিষয়টি লাইভ করছে। মাও মেয়ের এই কাণ্ডকে দারুন এনজয় করছে আর সেখানেই জানাচ্ছে ধারাবাহিক শুরুর কথা।