পরকীয়া না থাকলে রাধাগোবিন্দের মন্দির ভেঙে দাও! অপরাজিতার মন্তব্যে আলোড়ন সোশ্যাল মিডিয়া জুড়ে

Published on:

নবম শ্রেণীতে প্রথম প্রেম! মায়ের চাপে শেষ পর্যন্ত কী করলেন অপরাজিতা?

পরকীয়া ‘জীবনের অঙ্গ’। এমনটাই মনে করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর এই ভিডিও ভাইরাল হতেই ছেঁকে ধরেছেন নেটিজেনরা। এমনিতে অপরাজিতাকে পছন্দ করেন সকলে। তবে মাঝে মাঝে তাঁর এক একটি মন্তব্য আলোড়ন তোলে সোশ্যাল মিডিয়ায়। যার জেরে কটাক্ষের শিকারও হতে হয় তাঁকে।

এক অনুষ্ঠানে তাঁকে পরকীয়া নিয়ে জিজ্ঞেস করলে তিনি কোনও রকম রাখঢাক না রেখে বলেন, “দেখো পরকীয়া হচ্ছে চিরকালের শাশ্বত। পরকীয়া থাকবেই। পরকীয়া যদি না থাকে, তাহলে সব রাধাগোবিন্দের মন্দির ভেঙে দাও। শ্রীকৃষ্ণকে যখন আমরা পুজো করি, রাধাকে যখন আমরা পুজো করি তখন বুঝতে হবে পরকীয়া আমাদের জীবনের অঙ্গ। এটা থাকবেই”।

   
 ⁠

এই ভিডিও ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, “শ্রী কৃষ্ণ পরকীয়া করেছিলেন, এই দুর্বুদ্ধি আপনাকে কে দিল? তিনি যে মহারাস করেছিলেন, তা সম্পূর্ণ নৈস্বর্গিক। ভগবানের সঙ্গে ভক্তের একাত্মতা হওয়ার এক চরম নিদর্শন। এই বিষয়ে ফেসবুকে মন্তব্য না করাই ভালো”। আবার কারোর মতে, “রাধা-গোবিন্দ মানে আমাদের আরাধ্য, তাঁদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি করবেন না”।

  
 ⁠

কেউ কেউ আবার পরামর্শ দিয়েছেন, যে বিষয়ে তাঁর জ্ঞান নেই সেই বিষয়ে যেন তিনি মন্তব্য না করেন। কেউ স্পষ্ট লিখেছেন, “আমাদের আরাধ্য ঠাকুর শ্রীকৃষ্ণ কখনোই পরকীয়া সম্বন্ধে জড়িত ছিলেন না”।