এক ছোট্ট মেয়েকে দেখা যাচ্ছে নাচের মঞ্চে। শ্যামা নৃত্যনাট্যে পারফর্ম করছে সে। এই ছোট্ট মেয়েটিই কিন্তু একজন বিখ্যাত অভিনেত্রী। তার স্কুল জীবনের ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে। কিন্তু সেই জনপ্রিয় বাংলা অভিনেত্রীকে কি চেনা যাচ্ছে?
ইনি হলেন বিখ্যাত টলি অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। পুরনো ছবি পোস্ট করে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, ছোট্ট মেয়েটি মনপ্রাণ দিয়ে অভিনয় করে চলেছে। নাচে মত্ত তার অঙ্গ।
চাকরি করাকালীন অবস্থাতেই অভিনয় জগতে পা রাখেন অপরাজিতা। তারপর নিজের অভিনয় দক্ষতার গুনে দর্শকদের মন জয় করেছেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখানে আকাশ নীল ধারাবাহিকে হিয়া চরিত্রে ব্যাপক সাড়া পেয়েছিলেন তিনি। এছাড়াও একদিন প্রতিদিন ধারাবাহিকেও তার অভিনয় ছিল চোখে পড়ার মতো।
২০১১ সালে অভিেনতা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অপরাজিতার। একটি ছেলে রয়েছে তাদের। কোভিডের সময়ে দু’বছর কাজ থেকে দূরেই ছিলেন তিনি। এরপর আবারও তাঁকে পর্দায় দেখা যায়।
এখন বড় পর্দা এবং একই সঙ্গে ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী। এখন এক্কাদোক্কা সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে তার একটি ওয়েব সিরিজ।