মাঝে মাঝে ইউটিউবারদের খবরের প্রভাব এমন বেশি হয়ে পড়ে যে সে ক্ষেত্রে সেলিব্রিটিদের জীবনে তার মারাত্মক প্রভাব পড়ে। বেশ কিছু ক্ষেত্রে এই ভুয়া খবরের জন্য আইনের সাহায্য নিতে হয় সেলেবদের। এবার সেই রকমই এক পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এবার সরাসরি দিল্লি কোর্টের দ্বারস্থ হতে হলো অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যা বচ্চনকে।
অভিযোগ, নেটদুনিয়ায় একাধিক ওয়েবসাইটে আরাধ্যার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভুয়া খবর ছড়ানো হচ্ছে, যার মধ্যে কিছু ভিডিওতে তাকে ‘গুরুতর অসুস্থ’ বা ‘মারা গেছে’ বলে দাবি করা হয়েছে। এই ভুয়ো খবর নিয়ে তিনি দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
জানা গিয়েছে, গুগল, বলিউড টাইমস এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছেন, যাতে আরাধ্যা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য সরিয়ে ফেলা হয়। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
২০২৩ সালেও একবার বিমানবন্দরে মা ঐশ্বর্য রায়ের সঙ্গে আরাধ্যার একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল পাপারতজিদের দেখে নিজের হাটার ধরন বদলে নিয়েছিল ছোট্ট আরাধ্যা আর সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল হয়েছিল। তবে আগে থেকেই এই নিয়ে অভিষেক বচ্চন খোলাখুলি বলেছিলেন তার মেয়েকে যেন কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা না হয়। অন্যথায় তিনি ব্যবস্থা নেবেন।
এবার ঠিক সেই পথেই হেঁটেছিল বচ্চন পরিবার। এই ঘটনাকে ঘিরে এবং আরাধ্যাকে নিয়ে প্রচুর ভুয়ো খবর দেখা দিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে ইউটিউবে এই খবর ছড়ায়। এবার তেমনই এক ভুয়ো খবরের বিরুদ্ধে আদালতে মামলা করল খোদ আরাধ্যা বচ্চন।
জানা গিয়েছে আরাধ্যার স্বাস্থ্য এবং জীবন নিয়ে বেশ কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে। তাই সেই খবরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন নাবালিকা নিজেই। আদালতে তার দাবি, সে একজন নাবালিকা তার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে ইউটিউব ট্যাবলয়েডে।