মাত্র ১৮ বছরেই দুই সন্তানের মা আরাত্রিকা! জানেন তার সন্তানদের বয়স কত?

চরিত্রের খাতিরে কত কিছুই না সাজতে হয় সিরিয়ালে। অনেক সময় দেখা যায় পর্দার মায়ের বয়স তার সন্তানদের থেকে অনেক কম। কিন্তু মেকাপের গুণে বোঝা যায়। এবার সেই রকমই এক কাণ্ড হলো। মাত্র ১৮ বছর বয়সেই দুই সন্তানের জননী হিসেবে দেখা গেল আরাত্রিকাকে। এদিকে তাদের সন্তানের বয়স তার আসল বয়সের থেকে অনেক বেশি দেখাচ্ছে পর্দায়।
খেলনা বাড়ি সিরিয়ালে আরাত্রিকা অভিনয় করছেন মিতুল চরিত্রে। সেখানে এখন মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার এখন সত্যিকারের বয়স মাত্র ১৮ বছর। এদিকে খেলনা বাড়ি ধারাবাহিকে মা হয়ে গিয়েছেন তিনি। তার স্কুল পড়ুয়া মেয়ের নাকি বয়স ২৩। এমনকি ছেলের বয়স ১৯ বছর।
দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে একথাই বললেন তিনি। যা শুনে হেসে লুটোপুটি খেলেন সকলে। এই প্রসঙ্গে আরত্রিকা বলেন, “আমায় দেখতে বড় বড় লাগে আমি কি করব? আমার কী করার আছে? আমি তো পর্দায় ওদের শাসন করি। ওরা আমায় অফস্ক্রিন যা নয় তাই বলে”।
প্রসঙ্গত, অভিনেত্রী হওয়ার আগের লড়াইটা খুব একটা মসৃণ ছিল না তার। ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা কলকাতায় আসার কথা ভাবলেও আর্থিক অসঙ্গতি সাধ দিত না। এরমধ্যেই শুরু হয় লকডাউন। চারিদিকে যখন সবকিছু বন্ধ সেই সময় শুরু হয় নতুন লড়াই।
কলকাতায় অডিশনের খোঁজ পাওয়া যায়। কিন্তু চারিদিকে গাড়ি-ঘোড়া বন্ধ থাকায় প্রাইভেট গাড়ি ভাড়া করে আসার মত ক্ষমতা ছিল না আর আরাত্রিকার পরিবারের। ঠিক তখনই তার মা নিজের সোনার আংটি বিক্রি করে তাকে কলকাতায় পাঠায়।