একসময় ব্যর্থতা ঢেকে দিয়েছিল জীবন। তথাকথিত রিয়েলিটি শো থেকে বাদ পড়েছিলেন এরা সকলেই। কিন্তু রাখে হরি তো মারে কে। সেই মতোই একের পর এক প্লে ব্যাক করে বদলে গেছে এই শিল্পীদের জীবন। আজ তাঁরা দুনিয়া কাঁপাচ্ছেন।
প্রথমেই যাঁর কথা না বললেই নয় তিনি হলেন অরিজিৎ সিং। ফেম গুরুকুল থেকে বাদ পড়েছিলেন তিনি। কিন্তু আশিকি ২-এর ‘তুম হি হো’ গাওয়ার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এখন তাঁর প্রতিটি গান ব্লক ব্লাস্টার হিট।
এর পরেই আসে নেহা কক্করের নাম। ইন্ডিয়ান আইডলের দুটি সিজনে অংশগ্রহণ করেন তিনি। কিন্তু কোনওটিতেই জিততে পারেননি। তবে এরপরে সেই ইন্ডিয়ান আইডলেই বিচারক হিসেবে দেখা যায় তাঁকে। ককটেল-ছবির ‘সেকেন্ড হ্যান্ড জাওয়ানি’ গানটি তাঁকে দিয়েছিল খ্যাতি।
ইন্ডিয়ান আইডলের ১২ তম সিজনে বিদায় নিয়েছিলেন বিফল হয়ে জুবিন নেওটিয়াল। কিন্তু এরপরেই ‘লুট গ্যায়ে…’ গান গেয়ে সফলতার শীর্ষে উঠে এসেছেন তিনি।
অপর এক বঙ্গ তনয়া মোনালি ঠাকুর। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এ দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। প্রথম দশে উঠেও এসেছিলেন। তবে জিততে পারেননি । ‘রেস’ ছবিতে তাঁর গলায় ‘জারা জারা টাচ মি…’ তাঁকে এনে দেয় খ্যাতি।