কিছুই জানলাম না শুধু হইহই করে গেয়ে গেলাম! হঠাৎ কেন এই উপলব্ধি অরিজিতের?

Published on:

কিছুই জানলাম না শুধু হইহই করে গেয়ে গেলাম! হঠাৎ কেন এই উপলব্ধি অরিজিতের?

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা।

সম্প্রতি রামপ্রসাদের গান মন রে কৃষিকাজ জানো না গানটি অরিজিতের গলায় জনপ্রিয় হয়েছে। কিন্তু রামপ্রসাদের এই গান একেবারেই মঞ্চে গাইতে চান না গায়ক। কেন তাঁর এই গান গাওয়াতে আপত্তি? জানালেন গায়ক নিজেই।

   
 ⁠

অরিজিৎ বলেন, “গানগুলোর কথা শুনলে মনে নিজেকে গালি দিচ্ছি। তাই এই গানটা গেয়ে উঠতে পারছিলাম না। সত্যিই তো কিছু শিখলাম না। কিছুই জানলাম না এই দেহের ফসল কাটতে হয়। কী করে জমি উর্বর করতে হয়। শুধুই হইহই করে গেলাম”। যদিও নিজের অনেক কনসার্টেই এই গানটি গেয়েছেন গায়ক। অরিজিতের গানের ভঙ্গী শ্রোতাদের বাধ্য করেছে গানের প্রতিটা শব্দকে উপলব্ধি করতে।

  
 ⁠

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। এবার শো করতে গিয়েও গায়কের এই কথায় এমন ঘটনায় আপ্লুত সকলেই।