মায়ের শখ পূরণ করতে পারেন নি অরিজিৎ! আজও আফসোসে দিন কাটান গায়ক

Published on:

মায়ের শখ পূরণ করতে পারেন নি অরিজিৎ! আজও আফসোসে দিন কাটান গায়ক

মাকে হারিয়ে এক লহমায় বদলে গিয়েছিল জীবন। অন্ধকার গ্রাস করেছিল অরিজিৎ সিংকে। এক অনুষ্ঠানে ছেলেকে মনের ইচ্ছের কথা জানিয়েছিলেন তাঁর মা অদিতি সিং। কিন্তু পরে সামর্থ্য হলেও মায়ের সেই ইচ্ছে সে আর রাখতে পারেনি। কারণ ততদিনে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন গায়কের মা।

২০২১ সালের মে মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অরিজিৎ সিং-এর মা। একবার এক রিয়েলিটি অনুষ্ঠানে এসেছিলেন অরিজিতের মা। সেখানে ছেলেকে তিনি বলেছিলেন, “তুই অনেক বড় হলে আমরা এখানে একটি ফ্ল্যাট নেব। সবাই মিলে সেখানেই থাকব”। সেই মুহূর্তে মায়ের কথা শুনে হেসেছিলেন গায়ক।

   
 ⁠

এখন সামর্থ্য, ইচ্ছে থাকলেও উপায় নেই। কারণ তাঁর মা-ই তো বেঁচে নেই। তাই এখন এই কথা মনে করে আফসোস করতে থাকেন গায়ক। তিনি কখনও ভুলতে পারেন না তাঁর ফেলা আসা পরিমণ্ডল। মঞ্চে একবার কনসার্ট চলাকালীন এক ভক্ত তাঁকে মায়ের ছবি উপহার দিয়েছিলেন।

  
 ⁠

২০২১ সালে করোনায় আক্রান্ত হন তাঁর মা। করোনা থেকে সেরে উঠলেও সেরিব্রাল অ্যাটাকে মৃত্যু হয় গায়কের মায়ের। এরপর একটি অনলাইন কনসার্টে অংশ নেন তিনি। সেখানেই প্রথম তাকে পাগড়ি পড়তে দেখা যায়। তারপর থেকে প্রত্যেকটি অনুষ্ঠানেই পাগড়ি বাঁধছেন তিনি।