অঝোরে কেঁদে ভাসাচ্ছেন তরুণী! গান গাইতে গাইতে বসে পড়লেন অরিজিৎ, এরপরেই যা ঘটল.…..

Avatar

Published on:

লন্ডনের কনসার্টে 'আর কবে' গাওয়ার অনুরোধ! ভক্তকে শুধরে দিয়ে সপাটে জবাব অরিজিতের

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা।

বিদেশের একাধিক জায়গায় শুরু হয়ে হয়েছে অরিজিতের শো। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো। দেখা গেল, এ দিনের অনুষ্ঠানে এক তরুণী গান শুনে কেঁদে ভাসাচ্ছেন। তাঁকে চোখের জলে ভাসতে দেখে এগিয়ে আসেন অরিজিৎ। এরপরেই অনুরাগীকে আশ্বস্ত করেন গায়ক।

   
 ⁠

মঞ্চে তখন ‘ও সজনী রে’ গাইছেন অরিজিৎ। আর তাঁর গান শুনে কেঁদে ফেলেন এক ভক্ত। সেই দেখে এগিয়ে এলেন গায়ক। গাইতে গাইতে বসে পড়েন তিনি। ইশারায় চোখের জল মুছতে বলেন তাঁকে। দেখিয়ে দেন হাসির ভঙ্গি।

  
 ⁠

বরাবরই মাটির মানুষ অরিজিৎ সিং। সব সময়ই অনুরাগীদের যাবতীয় আবদার মেটাতে চেষ্টা করেন গায়ক। এবার শো করতে গিয়েও এমন ঘটনায় আপ্লুত সকলেই।

অরিজিতের গান শুনে ভক্তরা ঠিক রাখতে পারেননা নিজেদের। আবেগাপ্লুত হয়ে পড়েন গায়কের গান শুনে। এবার এই ভক্তের এমন কাণ্ডে অবাক সকলে। গায়ক নিজেও হতবম্ব।