লন্ডনের কনসার্টে ‘আর কবে’ গাওয়ার অনুরোধ! ভক্তকে শুধরে দিয়ে সপাটে জবাব অরিজিতের

Avatar

Published on:

লন্ডনের কনসার্টে 'আর কবে' গাওয়ার অনুরোধ! ভক্তকে শুধরে দিয়ে সপাটে জবাব অরিজিতের

আরজি কর কাণ্ডে উত্তাল গোটা বিশ্ব। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও আন্দোলনের প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে গান বেধেছেন অরিজিৎ সিং। তার ‘আর কবে’ গানটির তুমুল জনপ্রিয় হয়েছে। তবে কনসার্টে গিয়ে এই গান গাওয়ার অনুরোধ আসতেই এক অন্য কথা বললেন গায়ক।

বিদেশের একাধিক জায়গায় শুরু হয়ে হয়েছে অরিজিতের শো। ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ব্রিটেনের বিভিন্ন জায়গায় শো।সেখানে লন্ডনে একটি শো করার সময় তার কাছে ‘আর কবে’ গানটি গাওয়ার অনুরোধ আসে। কিন্তু গায়ক ভক্তের সেই অনুরোধ না রেখে বরং তাকে পাল্টা জবাব দেয়।

   
 ⁠

অরিজিত বলেন, “ভাই এটা জায়গা নয়। মানুষ এখানে আমার গান শুনতে এসেছেন। এটা আমার কাজ। আর ওটা ( আর কবে ) আমার শিল্প। তুমি জেতার কথা বলছ ওটা আমার শিল্প। এটা সঠিক সময় নয় ওই গান গাওয়ার। তুমি যদি সত্যিই প্রতিবাদ করতে চাও যাও কলকাতায় যাও। হ্যাঁ, ওখানেই যাও। এখানে অনেক বাঙালি আছেন, যাও গিয়ে কলকাতার পথে নামো”।

  
 ⁠

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার তেমনই এক মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা।