রিয়্যালিটি শো থেকে মাঝপথেই বাদ, তাও ফিনিক্স হয়ে ফিরে এসেছেন! জন্মদিনে ফিরে দেখা অরিজিৎ সিংয়ের লড়াইকে

Published on:

রিয়্যালিটি শো থেকে মাঝপথেই বাদ, তাও ফিনিক্স হয়ে ফিরে এসেছেন! জন্মদিনে ফিরে দেখা অরিজিৎ সিংয়ের লড়াইকে

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। নিজের জন্মদিনেও কোনো রকম আরম্বরতা পছন্দ করেন না তিনি। এদিকে জন্মদিনের আগের রাত থেকেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।

এই বছর ৩৮-এ পা দিলেন গায়ক। সোশ্যাল মিডিয়ায় একরাশ প্রাণভরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন কলাকুশলীরা৷ জনপ্রিয়তা, খ্যাতির রাস্তায় পৌঁছতে তাঁকেও কম স্ট্রাগল করতে হয়নি । রিয়্যালিটি শো-এ অংশ নিয়েছেন অথচ সেরা হননি । মাঝ পথেই থেমে গিয়েছিল তাঁর যাত্রা । কিন্তু, তিনি থামেননি ।
জি
গতবছর দরিদ্রদের এই দিনে ভুরিভোজ করিয়েছিলেন অরিজিতের বাবা সুরিন্দর সিং। নিজের হাতেই সেবার রান্নাবান্না করেছিলেন অরিজিতের বাবা। এলাকার কোনও দরিদ্র দুস্থ অসহায় ব্যক্তি যাতে অভুক্ত না থাকেন সে ব্যবস্থাই করেছিলেন গায়কের বাবা।

   
 ⁠

বলিউডি কেরিয়ারের একেবারে প্রথম দিকে ‘আশিকি ২’ এর টাইটেল ট্র্যাক দিয়ে মন জয় করে নিয়েছিলেন অরিজিৎ । তারপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের পাশাপাশি বাংলাকেও একের পর এক হিট গান উপহার দিয়েছেন । ঝুলিতে ভরেছেন একটি জাতীয় পুরষ্কার, একাধিক ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

  
 ⁠

তবে এদিন একেবারেই নিতান্ত ঘরোয়া ভাবেই জন্মদিন পালন করছেন অরিজিৎ। পুরো দিনটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। ১৯৮৭ সালের ২৫ এপ্রিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জের জন্মগ্রহণ করেন এই গায়ক। আজ তার জন্মদিন বলিউডি ছবির একাধিক হিট গানে অরিজিৎ-এর কণ্ঠের জাদু মুগ্ধ করে শ্রোতাদের। রুপোলি পর্দায় নায়কের লিপে অরিজিৎ-এর কণ্ঠ সিনেমায় নিয়ে আসে নতুন মাত্রা।