স্টেজে গান গাইতে গাইতেই এমনটা কেন করছেন অরিজিৎ? গায়কের কাণ্ড দেখে অবাক ভক্তরা

Published on:

স্টেজে গান গাইতে গাইতেই এমনটা কেন করছেন অরিজিৎ? গায়কের কাণ্ড দেখে অবাক ভক্তরা

অরিজিৎ সিং এর সুরের মূর্ছনায় মাতাল গোটা বিশ্ব। এই মুহূর্তে প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে শীর্ষে রয়েছেন তিনি। এক একটি শো থেকে তার রোজগার প্রায় কোটি টাকার বেশি। কিন্তু প্রথমে বিষয়টি এত সহজ ছিল না। ফেম গুরুকুল গানের প্রতিযোগিতা থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ধীরে ধীরে কঠিন অধ্যবসায়, দক্ষতা এবং ভাগ্য এই সবের মিশেলে আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং। আর তাই হয়ত তাঁকে যেমন শ্রদ্ধা করেন সকলে তেমন ভালোওবাসেন। এবার মঞ্চে উঠে এক কাণ্ড ঘটালেন তিনি। আর তাতেই অবাক সকলে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কনসার্টে গান গাইতে গিয়ে হঠাৎই নখ কাটছেন তিনি। এই কাণ্ড দেখে হতবাক উপস্থিত শ্রোতারা। এমনকি পরে ভাইরাল ভিডিও দেখেও অবাক হয়েছেন নেটিজেনরা। হঠাৎ এমন কেনো করছেন গায়ক?

   
 ⁠

আসল বিষয়টি হল গিটার বাজানোর সময় ঠিক মত নখ কাটা না থাকলে গিটার বাজাতে অসুবিধে হয়। তাই মঞ্চে নখ কাটার জন্য নেল কাটার খুঁজছিলেন তিনি। এরপর স্টেজেই নখ কেটে ফের গিটার বাজাতে থাকেন তিনি।

  
 ⁠

কিছুদিন আগেই অরিজিতের সঙ্গে বন্ধুত্বের গল্প সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন গায়িকা উজ্জয়িনী। নিজেদের বন্ধুত্ব সম্পর্কে বলতে গিয়ে গায়িকা জানান, “সালটা ২০০৬-০৭ হবে। আমার ওইসময় খুব বেশি রবীন্দ্রসঙ্গীত জানা ছিল না। যে কটা জানা ছিল, তার মধ্যে ‘যা পেয়েছি প্রথম’ গানটা আমি গাইলাম”। উজ্জয়িনী বলেন, ওই গানে একটা নিজের হাতে পিয়ানো বাজিয়ে ভোকালের সঙ্গে যোগ করে একটা সুরেলা ট্র্যাক তৈরি করে দেন অরিজিৎ।

কৃতজ্ঞতা স্বীকার করে উজ্জ্বয়িনী বলেন, “আজ এত মানুষের ভালোবাসা আর আর্শীবাদে যে জায়গায়… ওকে যে কত কত ধন্যবাদ জানাই ওই গানটার জন্য”। অরিজিতের জন্মদিনে এই ভিডিও বার্তা দিয়েছেন তিনি।