শেষ বারের মতো বলছি….! হঠাৎ কোন বিষয়ে মেজাজ হারালেন অরিজিৎ সিং?

Published on:

ভরা স্টেজে অরিজিৎকে চুমু! হকচকিয়ে গিয়ে কী করলেন গায়ক?

প্রায়শই দেখা যায় অরিজিৎ সিং এর সঙ্গে সনু নিগাম বা অন্যান্য গায়কদের তুলনা টানা হয়। সে ক্ষেত্রে অন্যান্য শিল্পীদের অপমান করা হয়। এবার এইসব কিছু নিয়েই মুখ খুললেন খোদ অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না হলেও এবার সেই সামাজিক মাধ্যমেই সরব হলেন তিনি।

যে গানই অরিজিৎ সিং এখন গান সেই গানই সুপার ডুপার হিট। আর এরপরেই তার অনুগামীরা অন্যান্য সংগীত শিল্পীদের সঙ্গে তার তুলনা টেনে বসেন। আর এতেই বেজায় ক্ষুব্ধ গায়ক নিজেই। তিনি অন্যান্য গায়ক এবং তার সিনিয়র বা জুনিয়রদের যথেষ্ট সম্মান করেন। তাই বিনয়ী এই গায়কের তুলনা টানার বিষয়টি একেবারেই না পসন্দ।

   
 ⁠

নিজের টুইটার হ্যান্ডেল এই বিষয়ে সরব হয়ে অরিজিত সিং একবার লিখেছিলেন, “শেষবারের জন্য বলছি… শ্রেয়া ঘোষাল কিংবদন্তি, ওঁকে অপমান করা বন্ধ করুন। সোনু নিগম আমার আইডল, ওঁনার সঙ্গে আমার তুলনা এখনই বন্ধ হোক। কেকে আমার মেন্টর ছিলেন, আমি ওঁনার কাছ থেকে শিখেছি কীভাবে গানের মধ্যে আবেগ ঢালতে হয়। মোহিত চৌহান (বাবাজি) এমন একজন যাকে আমি সম্মান করি, আতিফ আসলাম এমন একজন যাকে আমি ভালোবাসি”।

  
 ⁠

গায়ক আরও লেখেন, “আরও একটা কথা শ্রোতাদের জানিয়ে রাখি, আমি তোমাদের ভালোবাসায় আপ্লুত। কিন্তু এবার একটু অন্যদেরও ভালোবাসুন। আমাকে ভালোবাসার চক্করে, আমার পক্ষ নিতে গিয়ে অন্যদের সঙ্গে লড়াই করছো। এটা নিজেদের সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়”।

অরিজিতের এই পোস্টের সমর্থন করেছেন বেশিরভাগ লোক। একজন ভক্ত লিখেছেন, যারা তুলনা টানেন তারা আসলে মিউজিক টাই বোঝেন না। অনুরাগের এই কমেন্টকে সমর্থন করেছেন অরিজিৎ সিং।