ভক্তের পাগলামির জন্য জ্যাম রাস্তায়! গাড়ি থামিয়েই যা করলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপন ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। কোনওকালে প্রচারের আলোয় আসতে চান না তিনি। কিন্তু শান্ত শিষ্ট মানুষটাই এবার রুদ্রমূর্তি ধারণ করলেন। তাও আবার নিজের অনুরাগীর উপর। হঠাৎ হল টা কী?
সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, হঠাৎ গাড়ি থেকে নেমে এক ব্যক্তি কে খুব ধমক দিচ্ছেন অরিজিৎ। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেখানে ভিড় জমে যায়। লাইন লেগে যায় গাড়ির। সকলেই পকেট থেকে ফোন বের করে ভিডিও করতে শুরু করেন।
আরও পড়ুন: আমাদের পুজো নেই, আর আসবেও না! ঐন্দ্রিলা যাওয়ার পর প্রথম বিষাদের পুজো শর্মা পরিবার
আসল বিষয়টি হল, অরিজিতের গাড়ির পিছু নিয়ে বার বার বাইকের হর্ন বাজিয়ে ছিলেন অনুরাগী। আর এই ঘটনাতেই রেগে যান অরিজিৎ। সোজা গাড়ি থামিয়ে যুবককে বলেন, “আমার ছবি তোলার জন্য তো এত কিছু! নাও ছবি তোলো। কিন্তু এতবার হর্ন বাজিও না”। অরিজিতের এই কাণ্ডে সাধুবাদ জানিয়েছে নেটদুনিয়া।
আরও পড়ুন: আশীর্বাদ করবেন! দেবীপক্ষের শুরুতেই নতুন অতিথি এলো জিতের ঘরে
এমনিতে মাটির মানুষ গায়ক। তাঁকে মুর্শিদাবাদে জিয়াগঞ্জে একেবারে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ঘুরে বেড়াতে দেখা যায়। কিছুদিন আগেই এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে, সাদামাটা সবুজ প্যান্ট, সাদা জামা এবং হাতে একটি থলে নিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হেঁটে যাচ্ছেন অরিজিৎ সিং। সবথেকে উল্লেখ্যযোগ্য হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করছেন গায়ক। খোঁজ নিচ্ছেন তাঁদের।