বিনোদন

অরিজিতের জিয়াগঞ্জের দুয়ারে রাখা জল-নকুলদানা! নেপথ্যের কারণ জানলে অবাক হবেন

মহানুভবতা এবং সাদামাটা জীবন যাপনে ইউএসপি এই লোকটার। কিভাবে সাধারণ থেকে অতি সাধারণ থাকা যায় সাফল্যের চূড়ায় পৌঁছেও তা শিখতে হয় অরিজিৎ সিং এর কাছ থেকে। কোনকালে প্রচারের আলোয় আসতে চান না তিনি। কিন্তু তার জনপ্রিয়তা তাকে বারবার প্রচারের কেন্দ্রে এনে ফেলে। সাধারণ মানুষের জন্য তাঁর ভাবনা যেন তাকে আরো কাছাকাছি এনে দেয় আম জনতার।

দুঃস্থ মানুষদের জন্য বরাবরই সাধ্য মত করেন তিনি। স্কুল তৈরি হোক বা খাওয়ানো সবেতেই নজির গড়েছেন গায়ক। এবার জিয়াগঞ্জের তার বাড়ির সামনে দেখা গেল এক দৃশ্য। তার বাড়ির দরজার সামনে রাখা নকুলদানা ও জলের পাত্র। প্রচণ্ড গরমে যখন মানুষ নাজেহাল, তখন মানুষের সেবার জন্য এই সিদ্ধান্ত অরিজিতের।

জানা যায়, গরমে বিধ্বস্ত, পিপাসু পথচারীরা জল আর নকুলদানা খেয়ে গলা ভেজাতে ও পেট ভরাতে পারেন, তাই তাঁর বাড়ির সামনে এই জিনিস রাখা থাকত সারাক্ষণ।তাঁর মানবসেবা নিয়ে কারও কোনও সন্দেহ নেই।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, সাদামাটা সবুজ প্যান্ট, সাদা জামা এবং হাতে একটি থলে নিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতোই হেঁটে যাচ্ছেন অরিজিৎ সিং। সবথেকে উল্লেখ্যযোগ্য হেঁটে যাওয়ার সময় প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করছেন গায়ক। খোঁজ নিচ্ছেন তাঁদের।

ভিডিওয় দেখা যাচ্ছে, সামনে ধারে কাছে যারা ছিলেন, সকলকে জিজ্ঞেস করলেন “ভাল আছো? সব ঠিকঠাক?” আর সেই মানুষগুলোও যেন অরিজিৎ এর বেশ আপন। সোনা বাবা করে ডেকে বললেন, “তুমি কেমন আছে? ছেলে পিলেরা?” স্কুটির চাবি খুলতে খুলতে তিনি বললেন, “এই তো সব চলছে”। অরিজিৎ কে দেখে যেন অবাক সোশ্যাল মিডিয়া।

Back to top button